এস আলমে জড়িত ১৯৪ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা: এফএসআইবি
এস আলমকে অর্থ পাচারে সহায়তা ও অবৈধভাবে বিনিয়োগ সুবিধা দেওয়ার অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) চট্টগ্রামের ২৪টি শাখার ব্যবস্থাপকসহ ১৯৪ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানালেও বিস্তারিত কিছু বলেননি।
আজ মঙ্গলবার এই শরিয়াহভিত্তিক ব্যাংকটির এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ব্যাংকের নতুন পর্ষদ ২৪টি শাখায় ঋণ বিতরণে অনিয়ম পেয়েছে। এসব ঋণ কেলেঙ্কারির সঙ্গে ১৯৪ কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।'
Comments