জুলাই-সেপ্টেম্বরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লোকসান ৩১ কোটি টাকা

এফএসআইবিএল

বিনিয়োগ আয় কম ও আমানতের খরচ বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবিএল) লোকসান হয়েছে।

গত জুলাই থেকে সেপ্টেম্বরে এফএসআইবিএল ৩১ কোটি ৩১ লাখ টাকা লোকসানের কথা জানিয়েছে।

গত অর্থবছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ৩৮ কোটি ৪১ লাখ টাকা।

এফএসআইবিএল'র অনিরীক্ষিত আর্থিক বিবরণীতে বলা হয়েছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ৩১ পয়সা।

গত সেপ্টেম্বরে শরিয়াহভিত্তিক ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বরে ব্যাংকটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৩ শতাংশ কমে ৫৮ কোটি ৯১ লাখ টাকা হয়।

সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এস আলম গ্রুপের মালিকানায় থাকা এফএসআইবিএল মুনাফা কমার জন্য আমানতের মুনাফার হার বেড়ে যাওয়ার মতো কারণের কথা উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটির নিট বিনিয়োগ আয় কমেছে ১৩৫ কোটি ৩৫ লাখ টাকা।

জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট পরিচালন ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২৭ টাকা ১৬ পয়সা।

এফএসআইবিএল বলছে, আন্তঃব্যাংক প্লেসমেন্টে দুই হাজার ৮২৮ কোটি দুই লাখ টাকা পরিশোধ করায় নগদ প্রবাহ কমেছে।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এফএসআইবিএল'র শেয়ারের দাম চার দশমিক ৭৬ শতাংশ বেড়ে ছয় টাকা ৬৬ পয়সা ছিল।

Comments

The Daily Star  | English

Yunus inaugurates month-long programme on July uprising

The chief adviser said the annual observance aimed to prevent the reemergence of authoritarian rule in the country

1h ago