উত্তরপ্রদেশে হাসপাতালে আগুন, ১০ নবজাতকের মৃত্যু
ভারতের উত্তরপ্রদেশের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ নবজাতকের মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে মহারানী লক্ষ্মী বাই মেডিকেল কলেজ হাসপাতালে বৈদ্যুতিক ত্রুটির জন্য আগুন লাগে। তখন নবজাতক ওয়ার্ড থেকে ৪৪ শিশুকে উদ্ধার করতে সমর্থ্য হয় কর্মচারীরা। কিন্তু ১০ নবজাতকের মৃত্যুর পাশাপাশি উদ্ধারকৃত শিশুদের মধ্যে আরও ১৬ নবজাতকের অবস্থা গুরুতর।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নবজাতক ওয়ার্ডের নিবিড় পরিচর্যা ইউনিটে আগুন লাগে। কর্মকর্তাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা ওয়ার্ডে থাকা কৃত্রিম অক্সিজেন যন্ত্রে ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই ঘটনাকে 'হৃদয়বিদারক' বলে অভিহিত করেছেন।
প্রাদেশিক সরকারের পক্ষ থেকে প্রতিটি শোকসন্তপ্ত পরিবারকে পাঁচ লাখ রূপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে গত মে মাসে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনায় ছয় শিশু মারা যায়।
Comments