বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল দিল ওয়েস্ট ইন্ডিজ, নেই হোল্ডার
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তাতে নেই দলটির নিয়মিত মুখ অলরাউন্ডার জেসন হোল্ডার। কাঁধের চোটের কারণে তিনি এই সিরিজ খেলতে পারছেন না বলে জানিয়েছে বোর্ড।
হোল্ডার না থাকায় দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার অ্যান্ডারসন ফিলিপকে। এছাড়া টেস্ট দলের নিয়মিত মুখ প্রায় সবাই আছেন। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের ডেপুটি হিসেবে আছেন কিপার ব্যাটার জশুয়া দা সিলভা। আলিথ আথানজে, কেসি কার্টি কেভাম হজদের নিয়ে তাদের মিডল অর্ডার।
সবচেয়ে আকর্ষণীয় তাদের পেস আক্রমণ। অভিজ্ঞ কেমার রোচের সঙ্গে ফিরেছেন আলজারি জোসেফ। আছেন অস্ট্রেলিয়ায় গিয়ে তাক লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আসা শামার জোসেফ। টেস্টে দারুণ খেলতে থাকা আরেক পেসার জেইডন সিলসও আছে। এই চার পেসারের সঙ্গে পেস অলরাউন্ডার অ্যান্ডারসন ফিলিপ মিলে দারুণ এক আক্রমণ।
স্পিন বিভাগে দলটি বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোটির বদলে নিয়েছে জোমেল ওয়ারিকনকে। আছেন অফ স্পিনার কেভিন সিনক্লিয়ার।
২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। ৩০ নভেম্বর জ্যামাইকায় দুই দল খেলবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানজে, কেসি কার্টি, জাস্টিন গ্রেইভস, কেভাম হজ, টেভিন ইমলাক, আলজেরি জোসেফ, শামার জোসেফ, মিকেল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডন সিলস, কেভিন সিনক্লিয়ার, জোমেল ওয়ারিকন।
Comments