ট্রাম্পকে নিয়ে বাজি ধরে ফরাসি জুয়াড়ির পকেটে ৮৫ মিলিয়ন ডলার

ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন, এই মর্মে বাজি ধরে একটি ক্রিপ্টো-কেন্দ্রিক বাজার থেকে ৮৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন এক ফরাসি নাগরিক। 

বুধবার একটি ব্লকচেইন বিশ্লেষক ফার্মের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। 
  
আলোচিত এই ফরাসির ডাকনাম থিও। তিনি পূর্ণ নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। যে ক্রিপ্টো-কেন্দ্রিক বাজারে তিনি বাজি ধরেছেন তার নাম পলিমার্কেট। 

মার্কিন ব্লকচেইন বিশ্লেষক ফার্ম চেইনঅ্যানালাইসিস জানিয়েছে, তারা পলিমার্কেটে একইরকম ১১টি অ্যাকাউন্ট শনাক্ত করেছে। সবগুলো অ্যাকাউন্ট থেকে একই সময়ে বাজি ধরা ও অর্থ তোলা হয়েছে। 

ট্রাম্পের জয়ের ওপর ৭০ মিলিয়ন ডলার বাজি ধরে মোট ৮৫ মিলিয়ন ডলার জিতেছেন থিও। ওয়াল স্ট্রিট জার্নালের কাছে এই অর্থ জেতার কথা স্বীকার করেছেন তিনি।   

পলিমার্কেট পুরোপুরি ক্রিপ্টো-নির্ভর বাজি ধরার একটি অফশোর প্রতিষ্ঠান। নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে এএফপি জানায়, বুধবার পলিমার্কেটের সিইও শাইন কোপলানের বাসায় অভিযান চালিয়ে তার ফোন ও সকল ইলেকট্রনিক যন্ত্রপাতি জব্দ করেছে এফবিআই। কেন এই অভিযান পরিচালিত হয়েছে, তা এখনো জানা যায়নি। 

সিংহভাগ বাজি ধরার প্রতিষ্ঠানের মতো পলিমার্কেটও ভবিষ্যদ্বাণী করেছিল, এ নির্বাচনে ট্রাম্পের জেতার সম্ভাবনা বেশি। 

পলিমার্কেটের পক্ষ থেকে সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের পক্ষে নির্বাচনের ভবিষ্যতবাণী করার জন্যই তারা বিদায়ী প্রশাসনের 'রাজনৈতিক প্রতিহিংসা'র শিকার হচ্ছে। 

Comments

The Daily Star  | English

Public admin, judiciary reform commissions submit reports to CA

The heads of the commissions submitted the reports to the chief adviser at the State Guest House Jamuna

27m ago