জুলাই-সেপ্টেম্বরে ওয়ালটনের মুনাফা কমেছে ২৬ শতাংশ
বেশি খরচ ও ডলার লোকসানের কারণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের মুনাফা কমেছে।
চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ওয়ালটনের নিট মুনাফা হয়েছে ১৪৯ কোটি টাকা। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কম।
আজ মঙ্গলবার দুপুর ১২টা ৬ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রতিষ্ঠানটির শেয়ারের দাম তিন দশমিক ৩০ শতাংশ কমে ৪৯৭ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়।
ডলার লোকসান, উচ্চ সুদ এবং বিক্রয় ও বিতরণ খরচ বেড়ে যাওয়ায় ৪৫ কোটি ৮৫ লাখ টাকা মুনাফা কম হওয়ায় ওয়ালটনের মুনাফা কমেছে।
প্রতিষ্ঠানটি বলছে, তাদের নিট আয় সামান্য বেড়ে এক হাজার ২১৪ কোটি টাকা হয়েছে। আগের বছর ছিল এক হাজার ২০৩ কোটি টাকা।
তবে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা আগের সময়ের ২২ দশমিক ৫৮ শতাংশ থেকে কিছুটা কমে ২১ দশমিক ৩৮ শতাংশে দাঁড়িয়েছে।
ওয়ালটনের অনিরীক্ষিত আর্থিক বিবরণীর তথ্য অনুসারে, প্রতিষ্ঠানটির আর্থিক খরচ পাঁচ দশমিক ২২ শতাংশ থেকে বেড়ে ১০ দশমিক ১২ শতাংশে দাঁড়িয়েছে।
ওয়ালটন বলছে, টাকার দাম কমে যাওয়ার বিরূপ প্রভাব ও স্বল্পমেয়াদি ঋণে উচ্চ সুদহার আর্থিক খরচ বেড়ে যাওয়ার মূল কারণ।
গত জুলাই-সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে চার টাকা ৯২ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ছয় টাকা ৬৭ পয়সা।
গ্রাহক ঋণের মেয়াদ বাড়ানোয় ওয়ালটনের শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১৬ টাকা ৬৮ পয়সা থেকে কমে তিন টাকা ৯২ পয়সায় নেমে এসেছে।
ওয়ালটন জানায়, এই স্ট্র্যাটেজিক ক্রেডিট সম্প্রসারণের লক্ষ্য তাদের বিতরণ নেটওয়ার্ক শক্তিশালী ও বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা।
Comments