পাচারের টাকা উদ্ধারের প্রচেষ্টা জোরদার করা হয়েছে: গভর্নর

বাংলাদেশ ব্যাংক, আহসান এইচ মনসুর, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, গভর্নর,
আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, অবৈধভাবে বিদেশে নেওয়া অর্থ উদ্ধারের প্রচেষ্টা জোরদার করছে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার জন্য বিশ্বব্যাংক, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সরকারের কর্মকর্তারা এ সপ্তাহে ঢাকা সফর করবেন।

আহসান এইচ মনসুর বলেন, 'যারা বাংলাদেশ থেকে অর্থ নিয়ে বিদেশে পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা চলছে।'

আলাদা আলাদাভাবে এ সপ্তাহে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ও মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা আসবেন বলেও জানান তিনি।

আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ ইকোনমিক সামিটে আহসান এইচ মনসুর এসব বলেন।

ব্রিটিশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বিশ্বব্যাংকের এসটিএআর-এর (স্টোলেন অ্যাসেট রিকভারি) প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

আহসান এইচ মনসুর বলেন, এসব অর্থ বৈধভাবে প্রত্যাবাসনের জন্য সম্ভাব্য দ্বিপক্ষীয় চুক্তিসহ একটি রোডম্যাপ তৈরি করা সরকারের লক্ষ্য।

পুনরুদ্ধার প্রক্রিয়ার সঙ্গে সিঙ্গাপুরকে যুক্ত করতে বাংলাদেশে সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।

তার ভাষ্য, 'যদি বিদেশে অর্থ পাচার হয়ে থাকে, তাহলে আমরা আমাদের দাবি প্রতিষ্ঠায় কাজ করব। আমরা বৈধ উপায়ে টাকা ফেরত আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

তিনি আরও বলেন, 'ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।'

বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে কাজ করছে বলে জানান আহসান এইচ মনসুর।

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

4h ago