শোভাযাত্রার আগে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

ছবি: মো. আব্বাস/স্টার

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরুর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক ও আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

শোভাযাত্রায় যোগ দিতে আজ দুপুর সাড়ে ১২টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন তারা।

শোভাযাত্রা শুরুর আগে এখানে সংক্ষিপ্ত সমাবেশের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিকাল ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সমাবেশ শুরু হয়নি।

ছবি: পলাশ খান/স্টার

নয়াপল্টন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাকরাইল মোড়, মৎস্য ভবন মোড়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর মোড়, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে সমাপনী বক্তব্য দেবেন।  

ছবি: পলাশ খান/স্টার

শোভাযাত্রায় আরও উপস্থিত থাকবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতা, মহানগর নেতা এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশের আগে বিএনপি নেতাকর্মীদের আশপাশের বিভিন্ন সড়ক ও অলিগলিতে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে রঙিন টিশার্ট পরে, প্ল্যাকার্ড হাতে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

1h ago