ট্রাম্পকে অভিনন্দন জানালেন কমলা

ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে, কমলা টেলিফোনে ট্রাম্পকে অভিনন্দন জানান।

কমলার একজন জ্যেষ্ঠ সহযোগী সিএনএনকে বলেন, '২০২৪ প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন কমলা হ্যারিস। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের গুরুত্ব এবং সব মার্কিন নাগরিকের প্রেসিডেন্ট হয়ে ওঠার বিষয়ে আলোচনা করেছেন তিনি।'

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ৩টায় (মার্কিন সময় বুধবার বিকেল ৪টা) ওয়াশিংটনের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন কমলা। নির্বাচনে পরাজয়ের পর এই প্রথমবারের মতো তিনি জনসম্মুখে আসবেন।

সিএনএন জানায়, এই বক্তব্যে সমর্থকদের নির্বাচনের ফলাফল মেনে নিতে অনুরোধ করবেন তিনি। ক্ষমতা গ্রহণ করতে যাওয়া রিপাবলিকান পার্টির সঙ্গে মিলে সবাইকে একসঙ্গে কাজ করতেও তিনি অনুরোধ করবেন।

Comments

The Daily Star  | English

Conspiracy rife to wipe out Tarique Rahman: Fakhrul

He also said the propaganda against BNP is part of a deliberate conspiracy to destroy nationalist forces

1h ago