ট্রাম্পকে সমর্থন জানালেন জো রোগান

পডকাস্টার জো রোগান ও ডোনাল্ড ট্রাম্প। কোলাজ ছবি: সংগৃহীত
পডকাস্টার জো রোগান ও ডোনাল্ড ট্রাম্প। কোলাজ ছবি: সংগৃহীত

প্রভাবশালী মার্কিন পডকাস্টার জো রোগান এ বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন।

আজ মঙ্গলবার এ বিষয়টি জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি। ভোটের দিনটিতেই ট্রাম্পকে সমর্থন জানালেন রোগান। 

কয়েকদিন আগেই রোগানের অনলাইন অনুষ্ঠান বা পডকাস্টে হাজির হয়েছিলেন ট্রাম্প। 

রোগানকে ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী হিসেবে বিবেচনা করা হলেও এর আগে কখনো আনুষ্ঠানিকভাবে সাবেক প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানাননি তিনি। 

আজ মঙ্গলবার তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে ট্রাম্পের প্রতি সমর্থন জানান। এই পোস্টের আগে তিনি ট্রাম্পের অপর প্রভাবশালী সমর্থক ধনকুবের ইলন মাস্কের সঙ্গে নতুন পডকাস্ট রিলিজ করেন।

সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় পডকাস্টের অন্যতম হল জো রোগানের এই অনুষ্ঠান। তরুণরাই মূলত এর শ্রোতা। ট্রাম্প তার প্রচারণায় তাদেরকেই মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন। 

রোগানের পডকাস্ট ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ অনুসরণ করেন। এ বছরের শুরুতে স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই এই তথ্য প্রকাশ করে। এডিসন রিসার্চের দেওয়া তথ্য অনুযায়ী, রোগানের পডকাস্টের বেশিরভাগ শ্রোতাই পুরুষ এবং তাদের ৫১ শতাংশ ১৮ থেকে ৩৪ বছর বয়সী।

সাম্প্রতিক সময়গুলোতে কমলা হ্যারিস ও ট্রাম্প উভয়ই পডকাস্ট ব্যবহার করে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন।

কমলার প্রচারণা দলও রোগানের সঙ্গে তার পডকাস্টে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কে নিয়ে আসার বিষয়ে আলোচনা করছিলেন। তবে এই আলোচনা ফলপ্রসূ হয়নি।

 

Comments

The Daily Star  | English

Aug 21 grenade attack cases: HC to deliver verdict any day

The High Court is set to deliver its verdict any day on the death references and appeals of the August 21 grenade attack cases

16m ago