ইলেক্টোরাল, সিনেট ও প্রতিনিধি পরিষদে শক্ত অবস্থানে ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টোরাল ভোটে এখন পর্যন্ত স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। দোদুল্যমান রাজ্যের ভোট গণনাতেও ট্রাম্পের শক্তিশালী অবস্থান ফুটে উঠেছে। পাশাপাশি, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সিনেট ও প্রতিনিধি পরিষদেও এগিয়ে।

আজ বুধবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

নিউ ইয়র্ক টাইমসের চূড়ান্ত পূর্বাভাস মতে, ভোট গণনা শেষে ট্রাম্প পাবেন ৩০২টি ইলেক্টোরাল ভোট। কমলা পাবেন ২৩৬। সংবাদমাধ্যমটি দাবি করছে, এই নির্বাচনে ট্রাম্পের জয়ী হওয়ার সম্ভাবনা ৯২ শতাংশ।

নিউ ইয়র্ক টাইমসের পূর্বাভাস। ছবি: স্ক্রিনশট
নিউ ইয়র্ক টাইমসের পূর্বাভাস। ছবি: স্ক্রিনশট

ইলেক্টোরাল ভোটে ন্যুনতম ২৭০ ভোট পেলেই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প।

সে পথে বেশ খানিকটা এগিয়ে ইতোমধ্যে ২৩০ ভোট নিশ্চিত করেছেন তিনি। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২০৫। এই তথ্য নিশ্চিত করেছে এপি ও নিউইয়র্ক টাইমস।

ফক্স নিউজের দাবি, ট্রাম্প পেয়েছেন ২৩২ ও কমলা ২১৬টি ভোট।

সাত দোদুল্যমান অঙ্গরাজ্য অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া ও উইসকনসিন মধ্যে নর্থ ক্যারোলাইনার ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন।

এএফপি জানিয়েছে, ডেমোক্র্যাটিক পার্টির কাছ থেকে মার্কিন পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে যাচ্ছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। দুইটি অঙ্গরাজ্যে অপ্রত্যাশিত বিজয় এবং প্রথাগত অঙ্গরাজ্যগুলোতেও ভালো ফল করে এ পথে বেশ এগিয়ে রয়েছে রিপাবলিকানরা।

এখন পর্যন্ত রিপাবলিকানরা সিনেটের ৫১টি আসন নিশ্চিত করেছে। অপরদিকে, ডেমোক্র্যাটরা পেয়েছেন ৪২টি আসন। ৫০ আসন পেলেই সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়।

অপরদিকে, প্রতিনিধি পরিষদ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেও তাদের আধিপত্য ধরে রাখতে চলেছে রিপাবলিকানরা। ২১৮টি আসন পেলে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করবে দলটি। ইতোমধ্যে তারা ১৭৭ আসন নিশ্চিত করেছে। অপরদিকে কমলার দল ১৪০ আসন পেয়েছে।

সব মিলিয়ে, ভালো অবস্থানে নেই কমলা হ্যারিস ও তার দল ডেমোক্র্যাটিক পার্টি।

বাকি দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে অপ্রত্যাশিত ভালো ফল না করলে কমলার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হবে বলেই ভাবছেন বিশ্লেষকরা।

 

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

11h ago