ইলেক্টোরাল ভোট: কমলা ২১৪, ট্রাম্প ২৪৭
যুক্তরাষ্ট্রের লাখো ভোটার রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিসের মধ্যে একজনকে তাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়ার জন্য ভোট দিচ্ছেন। ইতোমধ্যে সকল অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।
বার্তা সংস্থা এপির লাইভ আপডেটে পাওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ট্রাম্প ২৪৭ ও কমলা ২১৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন।
ন্যুনতম ২৭০ ইলেক্টোরাল ভোট পেলে প্রেসিডেন্ট পদ নিশ্চিত করতে পারবেন এই দুই প্রার্থীর একজন।
পূর্ব অনুমান অনুযায়ী জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা, মিশিগান, নেভাদা, পেনসিলভেনিয়া ও উইসকনসিনের ভোটেই নির্বাচনের ফল নির্ধারণ হবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।
দুই দোদুল্যমান অঙ্গরাজয় জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় জয়ী হয়ে প্রেসিডেন্ট পদে আবারও নির্বাচিত হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন ট্রাম্প।
সংবাদ মাধ্যমের তথ্যমতে, আরও তিন দোদুল্যমান অঙ্গরাজ্যেও এগিয়ে আছেন ট্রাম্প। সব মিলিয়ে, ক্রমশ ফিকে হয়ে আসছে কমলার জয়ের সম্ভাবনা।
Comments