মহাখালী ফ্লাইওভার ব্যবহারে ১৮ নভেম্বর পর্যন্ত বিশেষ নির্দেশনা

মহাখালী ফ্লাইওভারের এক্সপ্যানশন জয়েন্ট প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। এ কারণে এ ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ট্রাফিক বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান ট্রাফিক আজ মঙ্গলবার এ নির্দেশনা দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আজ থেকে আগামী ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেট থেকে কাকলীর দিকে যাওয়া যানবাহনকে ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে হবে।

আর আগামী ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেট যাওয়া যানবাহনকে ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে হবে। 

Comments