থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
ফাইল ছবি: রাশেদ সুমন/স্টার

থার্টি ফার্স্ট উদযাপনকে কেন্দ্র করে ৩১ ডিসেম্বর রাতে রাজধানীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-গুলশান বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যেতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালীর আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে।

নগরবাসী রাত ৮টার পর থেকে মহাখালী এলাকার ফিনিক্স রোড ক্রসিং, বনানী-১১ সড়ক, চেয়ারম্যান বাড়ি মোড়, ঢাকা গেট, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং এবং নোটুন বাজার ক্রসিং দিয়ে গুলশান, বনানী ও প্রবেশ করতে পারবে না। 

তবে, মানুষ এসব এলাকা থেকে বের হতে পারবে।

এ ছাড়া রাজধানীর ২১ পয়েন্টে চলবে ডাইভারশন। সেগুলো হলো ফিনিক্স ক্রসিং, শান্তা ক্রসিং, বটতলা ক্রসিং, জিএমজি মোড়, পুরাতন আড়ং ক্রসিং, নিকেতন ক্রসিং, পুলিশ প্লাজা ক্রসিং, মসজিদ গ্যাপ, মায়াগঞ্জ ক্রসিং, বনানী চেয়ারম্যানবাড়ি মোড়, বনানী ১১ নম্বর রোড, শুটিং ক্লাব ক্রসিং, ইউনাইটেড হাসপাতাল গ্যাপ, বনানী ২৩ নম্বর রোড, ঢাকা গেট, মানারাত ক্রসিং, নতুন বাজার ক্রসিং, জাতিসংঘ গোল চত্বর, গুদারাঘাট গ্যাপ, বাড্ডা লিংক রোড ও কালাচাঁদপুর গ্যাপ। 

আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য যানবাহন চলাচলের উপযুক্ত ব্যবস্থা বাস্তবায়নের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

47m ago