২ পর্বে ইজতেমা, শুরু ৩১ জানুয়ারি

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ইজতেমার দিন ঘোষণা করছেন। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ইজতেমার দিন ঘোষণা করছেন। ছবি: সংগৃহীত

সরকারের ঘোষণা মতে আগামী বছর গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে। এর মধ্যে প্রথম পর্ব হবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে তাবলিগ জামাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন।

৩ নভেম্বর মন্ত্রণালয়ের দেওয়া জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান সাক্ষরিত প্রজ্ঞাপন মতে, স্বরাষ্ট্র উপদেষ্টা তাবলিগ জামাতের উভয় পক্ষের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। তবে এই বৈঠকে শুধু মাওলানা সাদ কান্ধলভীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের কোনো প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'তারা সবাই শীর্ষ আলেম এবং অনেকেই দেশের বাইরে আছেন। এ কারণে বৈঠকে আসতে পারেননি।'

উভয় পক্ষকে একই প্ল্যাটফর্মে আনার প্রসঙ্গে তিনি আরও বলেন, 'আমরা আলেমদের সঙ্গে আলোচনা করেছি। প্রয়োজন হলে আবারও তাদের সঙ্গে বৈঠক করব।'

সচিবালয়ে ইজতেমার ঘোষণা। ছবি: সংগৃহীত
সচিবালয়ে ইজতেমার ঘোষণা। ছবি: সংগৃহীত

কোন পক্ষ আগে ইজতেমা আয়োজন করবে, এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা পরবর্তীতে একটি বৈঠকের আয়োজন করে এ বিষয়ে ঘোষণা দেব।

এর আগে ২২ অক্টোবর আইন-শৃঙ্খলা সংক্রান্ত উদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় বৈঠক শেষে উপদেষ্টা জাহাঙ্গীর জানান, সুষ্ঠুভাবে ইজতেমা আয়োজন নিয়ে আলোচনা হয়েছে।

আগে এক মঞ্চ থেকে একবারই বিশ্ব ইজতেমার আয়োজন হত। তবে এখন পৃথক পৃথক ভাবে দুই পক্ষ ইজতেমার আয়োজন করে থাকে।

'দুই পক্ষের মধ্যে মতভেদ রয়েছে', যোগ করেন তিনি।

২২ অক্টোবর স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'আমরা দুই পক্ষের সঙ্গে বসব যাতে সুষ্ঠুভাবে ইজতেমার আয়োজন বিষয়ে দুই পক্ষ একমত হতে পারে।'

তিনি মন্তব্য করেন, ইজতেমা ধর্মপ্রাণ মুসলিমদের জন্য খুবই ভালো ও গুরুত্বপূর্ণ আয়োজন।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

14h ago