ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মফিজুল ইসলাম (৬০) নামে এক মুসুল্লির মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে তার মৃত্যু হয়।
মফিজুল সাভারের শিমুলতলী এলাকার আব্দুল রানা মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা (ডিবি) বিভাগের সহকারী কমিশনার চৌধুরী মো. তানভীর দ্য ডেইলি স্টারকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মফিজুল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ইজতেমা মাঠ থেকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
Comments