বিএটি বাংলাদেশের মুনাফা কমেছে ২ শতাংশ

ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিগারেট, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ব্লু চিপস শেয়ার,

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, সিগারেট বিক্রি বাড়লেও রপ্তানি কমায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) মুনাফা কিছুটা কমেছে।

ডিএসইতে দেওয়া প্রতিবেদনে বিএটিবিসি উল্লেখ করেছে, রপ্তানি কমে যাওয়ায় গত বছরের একই সময়ের তুলনায় তাদের শেয়ারপ্রতি আয় কমেছে।

২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিএটিবিসির নিট মুনাফা হয়েছে ৩৯৭ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের ৪০৫ কোটি টাকা থেকে প্রায় ২ শতাংশ কম।

শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭ টাকা ৫২ পয়সা থেকে কমে ৭ টাকা ৩৫ পয়সায় নেমে এসেছে।

আজ সকাল ১১টা ৫৮ মিনিট পর্যন্ত ব্লু চিপস ক্যাটাগরির বিএটিবিসির শেয়ার ৫ দশমিক ৪০ শতাংশ বেড়ে ৩৬৪ টাকা ৮ পয়সায় দাঁড়িয়েছে।

তবে রপ্তানি কমলেও বিএটিবিসির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২০২৪ সালের জানুয়ারি-সেপ্টেম্বরে ২৬ টাকা ১৭ পয়সা হয়েছে।

তামাক উৎপাদনকারী কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক ফলাফলের ভিত্তিতে শেয়ারপ্রতি ১৫ টাকা অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

Comments

The Daily Star  | English

Licence to fly: Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago