টানা তৃতীয় দিন সূচকের উত্থানে লেনদেন শুরু
টানা তৃতীয় দিনের মতো শেয়ারবাজারে সূচকের উত্থান অব্যাহত আছে। আজ বৃহস্পতিবার লেনদেনের শুরুতে সূচক বেড়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১১টা ৪ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০৯ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করছে।
তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ২৯১টির দাম বেড়েছে, ৬৬টির কমেছে এবং ৩৩টির দাম অপরিবর্তিত আছে। এ সময় মোট লেনদেন হয়েছে ২০৫ কোটি ১৩ লাখ টাকা।
সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সরকারের কাছে নীতি সহায়তা চাওয়ার কথা জানিয়েছিল।
Comments