রিমান্ড শেষে কারাগারে সাবেক ইসি সচিব হেলালুদ্দীন

হেলালুদ্দীন আহমদ। ছবি: সংগৃহীত

চার দিনের রিমান্ড শেষে নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ আদেশ দেন।

সাবেক ইসি সচিব হেলালুদ্দীনকে গত ২৩ অক্টোবর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হলে ২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টনে বিএনপি কর্মী মকবুল নিহতের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

এরপর ২৫ অক্টোবর তাকে আদালতে হাজির করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ড শেষে আজ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান সাবেক এই সচিবকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাবেক সচিব হেলালুদ্দীনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার অন্যান্য আসামির দেওয়া তথ্যের সঙ্গে সেগুলো যাচাই করা হচ্ছে।

হেলালুদ্দীনের আইনজীবী আদালতে বলেন, তার মক্কেলকে ষড়যন্ত্রের অংশ হিসেবে মামলায় জড়ানো হচ্ছে। 

আসামির প্রথম শ্রেণীর ডিভিশনসহ জামিনের আবেদন করেন তিনি।

বিচারক জামিন আবেদন নাকচ করে জেলকোড অনুযায়ী সাবেক সচিবকে কারা হেফাজতে প্রথম শ্রেণীর ডিভিশন দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

গত ৩০ সেপ্টেম্বর মাহফুজার রহমান নামে এক বিএনপিকর্মী পল্টন মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা ৭০০ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

43m ago