স্যান্টনারের ৭ উইকেট, ১২ বছর পর দেশে সিরিজ হারের শঙ্কায় ভারত

মিচেল স্যান্টনার (মাঝে)। ছবি: এএফপি

ক্যারিয়ারসেরা বোলিংয়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দিলেন মিচেল স্যান্টনার। পরে অধিনায়ক টম ল্যাথাম সেঞ্চুরির কাছাকাছি গিয়ে থামলেও নিউজিল্যান্ডের লিড ছাড়িয়ে গেছে তিনশ। এতে ভারত পড়েছে দেশের মাটিতে ১২ বছর পর টেস্ট সিরিজ হেরে যাওয়ার শঙ্কায়।

শুক্রবার পুনে টেস্টের দ্বিতীয় দিনে ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। স্পিনবান্ধব উইকেটে স্যান্টনার বাঁহাতি স্পিনে ৭ উইকেট নেন ৫৩ রান খরচায়। প্রথম ইনিংসে ১০৩ রানের লিড পাওয়া নিউজিল্যান্ড দিন শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রান তুলে। ফলে তারা এখন এগিয়ে আছে ৩০১ রানে। সাজঘরে ফেরার আগে বাঁহাতি ওপেনার ল্যাথাম ১৩৩ বলে ১০ চারে করেন ৮৬ রান।

দেশের মাটিতে ভারত শেষবার টেস্ট সিরিজ হেরেছিল ২০১২ সালের নভেম্বর-ডিসেম্বরে। চার ম্যাচের সিরিজে ইংল্যান্ড জিতেছিল ২-১ ব্যবধানে। এরপর নিজেদের আঙিনায় এই সংস্করণে টানা ১৮টি সিরিজ জিতেছে ভারতীয়রা। কিন্তু সেই অপ্রতিরোধ্য যাত্রা এবার হুমকির মুখে পড়েছে। বেঙ্গালুরু টেস্টে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা রোহিত শর্মার দল পুনেতেও রয়েছে বিপদে।

টেস্টে তিনশর বেশি রান তাড়া করে এখন পর্যন্ত তিনবার জিতেছে ভারত। দুবার বিদেশের মাটিতে, একবার ঘরের মাঠে। নিজেদের ডেরায় তাদের সেই একমাত্র জয়টি এসেছিল ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে। চেন্নাইতে শচীন টেন্ডুলকারের অপরাজিত সেঞ্চুরিতে ৩৮৭ রানের লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে জিতেছিল ভারত।

প্রথম দিনের ১ উইকেটে ১৬ রান নিয়ে খেলতে নামে ভারত। যশস্বী জয়সওয়াল ও শুবমান গিল দলকে নিয়ে যান ৫০ রান পর্যন্ত। তাদের ৪৯ রানের জুটি ভাঙার পর স্যান্টনারের ছোবলে ব্যাটিং ধসে পড়ে স্বাগতিকরা। বিরাট কোহলি, রিশব পান্ত, সরফরাজ খানদের কেউই তা সামাল দিতে পারেননি। অষ্টম উইকেটে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর ৩৩ রান যোগ না করলে আরও আগে অলআউট হতে পারত ভারত।

গিলকে এলবিডব্লিউ করে স্যান্টনার ধরেন প্রথম শিকার। তার পরের ওভারে ফুল টসের লাইন মিস করে ১ রানে বোল্ড হন কোহলি। একপ্রান্ত আগলে থাকা জয়সওয়ালকে আক্রমণে এসে চতুর্থ বলেই ফেরান গ্লেন ফিলিপস। এরপর পান্তকেও বোল্ড করেন কিছুটা নিচু হয়ে যাওয়া ডেলিভারিতে। ৮৩ রানে ৫ উইকেট খুইয়ে ফেলে ভারত। এই বিপাক থেকে তারা আর উদ্ধার পায়নি।

বাকি উইকেটের সবগুলো যায় স্যান্টনারের ঝুলিতে। সরফরাজ ক্যাচ দেওয়ার পর রবিচন্দ্রন অশ্বিন পড়েন এলবিডব্লিউয়ের ফাঁদে। পাল্টা আক্রমণে চালানো জাদেজা বেশিদূর এগোতে পারেননি। তাকে বিদায় করে ২৯ টেস্টের ক্যারিয়ারের প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেন স্যান্টনার। এরপর আকাশ দীপ ও জাসপ্রিত বুমরাহকে ফিরিয়ে ভারতের ইনিংস মুড়িয়ে দেন তিনি।

জাদেজা সর্বোচ্চ ৩৮ রান করেন। জয়সওয়াল ও গিলের ব্যাট থেকে আসে সমান ৩০ রান করে। ভারতের ছয় ব্যাটার দুই অঙ্কে গেলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। অফ স্পিনার ফিলিপস ২ উইকেট নেন ২৬ রানে।

স্বস্তি নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ১২৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ডেভন কনওয়ে ১৭, উইল ইয়ং ২৩, রবীন্দ্র জাদেজা ২৩ ও ড্যারিল মিচেল ১৮ রানে থামেন। তবে ভারতের আশা মাড়িয়ে পঞ্চম উইকেটে টম ব্লান্ডেলকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন ল্যাথাম। সেঞ্চুরির দিকেই যাচ্ছিলেন কিউই দলনেতা। তবে সুন্দরের বলে সুইপ করার চেষ্টায় এলবিডব্লিউ হয়ে হতাশায় মাঠ ছাড়েন তিনি। দিন শেষে ব্লান্ডেল ৩০ ও ফিলিপস ৯ রানে অপরাজিত আছেন।

প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া সুন্দর দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন ৫৬ রানে। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট নেওয়ার স্বাদ মিলেছে তার। এর আগে চার টেস্ট খেলে তিনি পেয়েছিলেন মাত্র ৬ উইকেট।

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago