জিম্বাবুয়ের তিনটি বিশ্ব রেকর্ড: ৩৪৪ রান, ২৭ ছক্কা, ২৯০ রানের জয়

সিকান্দার রাজা। ছবি: আইসিসি

বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক সিকান্দার রাজা। একই ধাঁচে খেলে ফিফটি করলেন ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি ও ক্লাইভ মাদান্দে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড গড়ল জিম্বাবুয়ে।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা উপ-আঞ্চলিক বাছাই পর্বের 'বি' গ্রুপের ম্যাচে গাম্বিয়াকে বিধ্বস্ত করেছে জিম্বাবুয়ে। নাইরোবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে বেধড়ক পিটিয়ে তারা তোলে ২০ ওভারে ৪ উইকেটে ৩৪৪ রান। টপকে যায় গত বছর মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের করা ৩ উইকেটে ৩১৪ রানকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি আর কোনো দল স্পর্শ করতে পারেনি তিনশ।

রাজা ৪৩ বলে অপরাজিত থাকেন ১৩৩ রানে। তার উত্তাল ব্যাট থেকে আসে ৭ চার ও ১৫ ছক্কা। জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এই সংস্করণে সেঞ্চুরিতে পৌঁছান মাত্র ৩৩ বলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার চেয়ে কম বলে শতক আছে কেবল একজনের। গত জুনে এস্তোনিয়ার সাহিল চৌহান সাইপ্রাসের বিপক্ষে স্রেফ ২৭ বলে সেঞ্চুরি করেন।

জিম্বাবুয়ের আকাশছোঁয়া সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার। বেনেট ৭ চার ও ১ ছক্কায় করেন ৫০ রান। মারুমানি ৯ চার ও ৪ ছক্কায় খেলেন ৬২ রানের ইনিংস। রাজার সঙ্গে অবিচ্ছিন্ন ১৪১ রানের জুটিতে মাদান্দে অপরাজিত থাকেন ৫৩ রানে। তিনি মারেন ৩ চার ও ৫ ছক্কা।

৩৪৪ রান করার পথে গাম্বিয়ার বোলারদের ওপর চড়াও হয়ে জিম্বাবুয়ের ব্যাটাররা মারেন মোট ২৭ ছক্কা। এই সংস্করণে কোনো দলের এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার বিশ্ব রেকর্ড এটি। মঙ্গোলিয়ার বিপক্ষে ২৬ ছক্কা হাঁকিয়ে আগের কীর্তি ছিল নেপালের দখলে।

নেপালের কাছ থেকে আরও একটি বিশ্ব রেকর্ড কেড়ে নিয়েছে জিম্বাবুয়ে। তৃতীয়টি হলো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের কীর্তি। গাম্বিয়াকে ১৪.৪ ওভারে মোটে ৫৪ রানে অলআউট করে জিম্বাবুয়ে জিতেছে ২৯০ রানে। রিচার্ড এনগারাভা ও ব্র্যান্ডন মাভুতা ৩ উইকেট করে নেন। ২ উইকেট পান ওয়েসলি মাধেভেরে। মঙ্গোলিয়াকে নেপাল হারিয়েছিল ২৭৩ রানে।

জিম্বাবুয়ের তাণ্ডবের দিনে গাম্বিয়ার পেসার মুসা জোবারতেহ পান চরম তেতো অভিজ্ঞতা। ৪ ওভারে তিনি দেন ৯৩ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিংয়ের নজির এটি। এতদিন তা ছিল শ্রীলঙ্কার কাসুন রাজিথার। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে তিনি দিয়েছিলেন ৭৫ রান।

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Scores of people were injured as students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

1h ago