প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি হেঁটেছেন হালান্ড

erling haaland
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সাত রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত। ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড ১০ গোল নিয়ে আছেন গোলদাতাদের তালিকার চূড়ায়। আরও একটি পরিসংখ্যানে তার অবস্থান সবার ওপরে। গোলরক্ষকদের বাদ দিলে মাঠে তার চেয়ে বেশি হাঁটেননি লিগের আর কোনো ফুটবলার।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও ক্রীড়া উপাত্ত নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অপ্টা তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, সাত ম্যাচে দৌড়ানো ছাড়াই মোট ২৮.২ কিলোমিটার হেঁটেছেন হালান্ড। আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ। একই সঙ্গে তিনি লিগের বর্তমান চ্যাম্পিয়ন সিটির দ্রুততম ফুটবলার। নরওয়েজিয়ান স্ট্রাইকার ঘণ্টায় সর্বোচ্চ ৩৫.৭ কিলোমিটার বেগে দৌড়েছেন এবারের আসরে।

মিকি ফন ডি ফেন। ছবি: এএফপি

চলমান মৌসুমের দ্রুততম খেলোয়াড়দের তালিকায় হালান্ডের অবস্থান চার নম্বরে। তার ওপরে আছেন আরও তিনজন। টটেনহ্যাম হটস্পারের মিকি ফন ডি ফেন দৌড়েছেন সবচেয়ে জোরে। ডাচ ডিফেন্ডারের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৭.১ কিলোমিটার। দুইয়ে থাকা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কার্লোস ফোর্বস ঘণ্টায় সর্বোচ্চ ৩৬.৯ কিলোমিটার বেগে দৌড়েছেন। ঘণ্টায় সর্বোচ্চ ৩৫.৯ কিলোমিটার বেগে দৌড়ে তিন নম্বরে অবস্থান করছেন নটিংহ্যাম ফরেস্টের অ্যান্থনি এলাঙ্গা।

আর্সেনালের সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ঘণ্টায় সর্বোচ্চ ৩৫.৬ কিলোমিটার বেগে দৌড়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের ক্ষেত্রে এই খেতাব পাচ্ছেন আলেহান্দ্রো গার্নাচো। আর্জেন্টাইন উইঙ্গার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫.৫ কিলোমিটার। চেলসির দ্রুততম খেলোয়াড় পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো ঘণ্টায় সর্বোচ্চ ৩৫.৪ কিলোমিটার বেগে দৌড়েছেন। লিভারপুলের জার্সিতে সবচেয়ে দ্রুতগতির হলেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ইংলিশ ডিফেন্ডার দৌড়েছেন ঘণ্টায় সর্বোচ্চ ৩৪.৭ কিলোমিটার বেগে।

গতির জন্য পরিচিত দুই খেলোয়াড় কাইল ওয়াকার ও আদামা ত্রাওরে দ্রুততম খেলোয়াড়দের তালিকায় বেশ পেছনে অবস্থান করছেন। সেরা বিশের মধ্যে নেই তারা। ২১ নম্বরে আছেন ফুলহ্যামের ত্রাওরে। আর ম্যান সিটির ওয়াকারের অবস্থান ৮০তম। তার চেয়ে অনেক এগিয়ে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্থনি। তিনি ২৪তম স্থান পেয়েছেন।

ফ্লিন ডাউন্স। ছবি: এএফপি

সাত রাউন্ড মিলিয়ে এবারের প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছেন ফ্লিন ডাউন্স। সাউদ্যাম্পটনের ইংলিশ মিডফিল্ডারের অতিক্রান্ত দূরত্ব ৮২.৪ কিলোমিটার। এই তালিকায় দুইয়ে অবস্থান করছেন নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেস (৭৭.৮ কিলোমিটার)। তিনে আছেন আর্সেনালের জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ (৭৭ কিলোমিটার)।

Comments

The Daily Star  | English

Public Service Act: Ordinance out amid Secretariat protests

The government last night issued an ordinance allowing dismissal of public servants for administrative disruptions within 14 days and without departmental proceedings.

8h ago