মেশিন লার্নিং-এআই গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন মার্কিন ও কানাডিয়ান বিজ্ঞানী

বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। 
জন জে হপফিল্ড ও বিজ্ঞানী জফ্রি ই হিন্টন। ছবি: সংগৃহীত

কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জফ্রি ই হিন্টন।

বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। 

পুরস্কার প্রদানকারী সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, 'এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী দুজন পদার্থবিদ্যার সরঞ্জামাদি ব্যবহার করে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে আজকের শক্তিশালী মেশিন লার্নিংয়ের ভিত্তি স্থাপন করেছেন।'

কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে তৈরি মেশিন লার্নিং এখন বিজ্ঞান, প্রকৌশল এবং দৈনন্দিন জীবনে বিপ্লব ঘটাচ্ছে।

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের জন্য পুরস্কার হিসেবে ১১ লাখ ডলার (এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার) বরাদ্দ থাকে। বিজয়ীর সংখ্যা একের বেশি হলে তা সমানভাবে ভাগ করা হয়। 

১৯০১ সাল থেকে প্রায় নিয়মিত পদার্থবিজ্ঞানে নোবেল দেওয়া হচ্ছে। এটি সারা বিশ্বের পদার্থবিজ্ঞানীদের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত। 

 

Comments

The Daily Star  | English

Matia Chowdhury no more

Awami League presidium member and former minister Matia Chowdhury breathed her last around 12:30pm

19m ago