কারাগার থেকে হাসপাতালে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

এম এ মান্নান। ছবি: সংগৃহীত

কারাগারে ১৬ দিন থাকার পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে মান্নানকে সুনামগঞ্জ জেলা কারাগার থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হয় বলে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান।

সুনামগঞ্জ জেলা কারাগারের সুপার হুমায়ুন কবিরও মান্নানের শারীরিক অবস্থা নিশ্চিত করেছেন।

মান্নান বুকে সংক্রমণ, পেটের সমস্যায় ভুগছেন এবং সম্প্রতি মানসিকভাবে কিছুটা অপ্রকৃতস্থ ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক।

পরে উন্নত চিকিৎসার জন্য মান্নানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গত ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মান্নানকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পরদিন মান্নানকে সুনামগঞ্জের আদালতে হাজির করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

Comments