সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জে গ্রেপ্তার

এম এ মান্নান। ছবি: সংগৃহীত

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলায় এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। 

এসপি বলেন, 'মামলার এজাহারনামীয় আসামী এম এ মান্নান তার বাড়িতে অবস্থান করছেন জানতে পেরে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।'

গত ৪ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর স্থানীয় বাসিন্দা হাফিজ উদ্দিন সুনামগঞ্জ আদালতে এম এ মান্নানসহ ৯৯ জনের বিরুদ্ধে এ মামলা করেছিলেন।

Comments

The Daily Star  | English

Stay alert against conspiracies: Fakhrul

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today urged all to stay alert, warning that conspiracies are underway to once again plunge Bangladesh into new dangers

43m ago