ডেনমার্কে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে ডেনমার্কের পুলিশ জানায়, ‘এই ঘটনায় কেউ আহত হয়নি। আমরা ঘটনাস্থলকে কেন্দ্র করে প্রাথমিক তদন্ত পরিচালনা করছি।
ডেনমার্কে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। ছবি: রয়টার্স
ডেনমার্কে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। ছবি: রয়টার্স

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইসরায়েলের দূতাবাসের কাছে দুইটি বোমা বিস্ফোরিত হয়েছে। এই হামলার সঙ্গে দূতাবাসের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, সে বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

আজ বুধবার এএফপির প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে ডেনমার্কের পুলিশ জানায়, 'এই ঘটনায় কেউ আহত হয়নি। আমরা ঘটনাস্থলকে কেন্দ্র করে প্রাথমিক তদন্ত পরিচালনা করছি।

'এই এলাকায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সঙ্গে এই ঘটনার সংযোগ থাকতে পারে। তদন্তের অংশ হিসেবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে;, যোগ করে পুলিশ।

ডেনমার্কে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। ছবি: রয়টার্স
ডেনমার্কে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। ছবি: রয়টার্স

তবে বিস্ফোরণ কোথায় ঘটেছে, তা চিহ্নিত করেনি পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, অসংখ্য পুলিশ পুরো এলাকাকে ঘিরে রেখেছে।

তদন্ত কর্মকর্তাদের বিশেষ স্যুট পরে ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করতে দেখা গেছে।

ইসরায়েলি দূতাবাস তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

 

Comments

The Daily Star  | English

Interim govt tenure shouldn’t exceed 2 years: study

96 percent of respondents support limiting the PM’s term

10m ago