বরিশাল

বোমা উদ্ধারে গিয়ে বিস্ফোরণে পুলিশসহ আহত ৩

বরিশালের গৌরনদীতে বোমা উদ্ধার করতে গিয়ে দুই পুলিশসহ তিন জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় গৌরনদী পৌরসভার বড় কসবা এলাকায় মহসিন মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্য হলেন—গৌরনদী থানার সাব ইন্সপেক্টর কামাল হোসেন ও কনস্টেবল মিজানুর রহমান।

গৌড়নদী থানার পরিদর্শক (তদন্ত) মাঝহারুল ইসলাম বলেন, '৯৯৯ এ  খবর পেয়ে বড় কসবা এলাকার একটি বাড়িতে যায় পুলিশ। সেখানে পরিত্যক্ত টয়লেট থেকে ককটেল সদৃশ দেশি হাত বোমা তুলে বালতিতে রাখার সময় বিস্ফোরণে আহত হন বাড়ির কেয়ারটেকার শাহিন হাওলাদার।'

তিনি বলেন, 'এ সময় আরও দুই পুলিশ সদস্য আহত হন। তাদেরকে  শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

বরিশালের পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বলেন, 'বাড়িটিতে কেয়ারটেকার ছাড়া আর কেউ ছিলেন না। টয়লেটটিও দীর্ঘদিন অব্যবহৃত ছিল।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago