টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে ডেনমার্কের সঙ্গে সমঝোতা স্মারক সই

টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে ডেনমার্কের সঙ্গে সমঝোতা স্মারক সই
ছবি: সংগৃহীত

খাদ্য নিরাপত্তা ও টেকসই খাদ্য উৎপাদনে দুদেশের অংশীদারত্বকে আরও জোরদার করতে নতুন করে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ডেনমার্ক।

পারস্পরিক সুবিধার্থে 'সাসটেইনেবল অ্যান্ড গ্রিন ফ্রেমওয়ার্ক এনগেইজমেন্ট'-এর মতো দুদেশের মধ্যে খাদ্য ও কৃষিখাতেও একটি দীর্ঘস্থায়ী অংশীদারত্বমূলক সহযোগিতা অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ও ডেনমার্ক।   

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনের উপস্থিতিতে খাদ্য মন্ত্রণালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুড সেফটি অথরিটির (বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ) চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার; ঢাকায় ডেনমার্ক দূতাবাসের চার্জ ডি-অ্যাফেয়ার্স অ্যান্ডার্স কার্লসেন; দূতাবাসের সেক্টর কাউন্সিলর মারিয়া নুডসেন খাদ্য ও কৃষি খাতে তাদের আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার এবং খাদ্য নিরাপত্তা এবং খাদ্য উৎপাদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার জন্য উভয় দেশের পক্ষে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সমঝোতা স্মারকটির লক্ষ্য দুটি বিশ্বস্ত ও বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে খাদ্য নিরাপত্তা এবং টেকসই খাদ্য উৎপাদনের বিষয়ে কৌশলগত খাতে সহযোগিতা বৃদ্ধি করা এবং বৈজ্ঞানিক, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করা। 

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন বলেন, 'বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার যাত্রায় এই সমঝোতা স্মারক স্বাক্ষর সত্যিই একটি বড় মাইলফলক।'

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম সরকার বলেন, 'যেহেতু আমরা আমাদের নাগরিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার জন্য সচেষ্ট; তাই এই সহযোগিতা চুক্তি আমাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে সহায়তা করবে।'

মি. কার্লসেন বলেন, 'ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে গত ৫০ বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। টেকসই ও নিরাপদ খাদ্য উৎপাদনে সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ককে আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে নিতে পেরে আমরা আনন্দিত।'

 

Comments

The Daily Star  | English
compensation for uprising martyrs families

Each martyr family to get Tk 30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

3h ago