নাসরাল্লাহকে হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলে হামলা: ইরান

প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর স্মরণে তেহরানে শোকসভায় হাজারো মানুষ যোগ দেন। ছবি: রয়টার্স (৩০ সেপ্টেম্বর, ২০২৪)
প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর স্মরণে তেহরানে শোকসভায় হাজারো মানুষ যোগ দেন। ছবি: রয়টার্স (৩০ সেপ্টেম্বর, ২০২৪)

গত সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। এই ঘটনার প্রতিক্রিয়ায় আজ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম ফারস জানিয়েছে, নাসরাল্লাহর পাশাপাশি, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ে ও আইআরজিসির কমান্ডার আব্বাসকে হত্যার প্রতিশোধ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। 

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, '(ইসরায়েলি বাহিনীর হামলা) ইসমাইল হানিয়ে, হাসান নাসরাল্লাহ ও (আইআরজিসির কমান্ডার) আব্বাস নিলফোরোওশানের শাহাদাৎ বরণ করায় আমরা (ইসরায়েল) অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রে হামলা চালিয়েছি।'

একইসঙ্গে লেবানন ও ফিলিস্তিনের জনগণকে হত্যার প্রতিশোধ হিসেবেও এই হামলাকে অভিহিত করেছে ইরান।

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) সামরিক মহড়া। ফাইল ছবি: রয়টার্স
ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) সামরিক মহড়া। ফাইল ছবি: রয়টার্স

আইআরজিসি নিশ্চিত করেছে, তারা ইসরায়েল অভিমুখে "অসংখ্য" ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ইরানের রক্ষী বাহিনী হুমকি দিয়ে জানিয়েছে, ইসরায়েল এই হামলার পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করলে তারা আবারও হামলা চালাবে।

টাইমস অব ইসরায়েল ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, অন্তত ১৫০ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান।

ক্ষেপণাস্ত্র হামলা নিশ্চিতের পাশাপাশি, আইআরজিসি আরও জানিয়েছে, তাদের বিমানবাহিনী 'গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো' চিহ্নিত করেছে এবং পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

গত শনিবার নাসরাল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ। 

জুলাই মাসে ইরানে বোমা হামলায় নিহত হন হানিয়ে। ইসরায়েল এই হত্যার দায়ভার না নিলেও হামাস ও ইরান তেল আবিবকেই এর জন্য দায়ী করেছে।

 

Comments

The Daily Star  | English

Over 45 lakh cases pending in courts

Each HC judge is burdened with 6,552 cases, while Appellate Division judges are handling 4,446 cases each, and lower court judges 1,977 cases each.

1d ago