পোশাক শ্রমিক বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার এলাকায় গোল্ডেন রিফিট পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা বন্ধ করে আন্দোলন করছে। ছবি: স্টার

হাজিরা বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার এলাকায় গোল্ডেন রিফিট পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা বন্ধ করে আন্দোলন করছে।

কারখানার হাজার খানেক শ্রমিক আজ সোমবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করে। এতে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সালনা হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছালেহ আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ১০টা থেকে এখনও (সকাল সোয়া ১১টা) মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ পরিদর্শক (সালনা জোন) সুমন মিয়া ডেইলি স্টারকে জানান, বাঘের বাজার এলাকায় পোশাক কারখানার শ্রমিক একসাথে বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছে। এতে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক ডেইলি স্টারকে জানান, 'বর্তমানে হাজিরা বোনাস না দিলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। আমাদেরকে হাজিরা বোনাস দিতে হবে। তা না হলে আমরা সড়ক থেকে যাব না। আমরা ১০০০ টাকা হাজিরা বোনাসের দাবিতে বিক্ষোভ করছি।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলা সভাপতি জিয়াউল কবীর খোকন বলেন, কারখানায় যেসব শ্রমিকর কোনো বিলম্ব নেই এবং নিয়মিত কাজ করে তাদেরকে প্রতিমাসে ৭৫০ টাকা অতিরিক্ত হাজিরা বোনাস দিচ্ছে বিভিন্ন পোশাক কারখানা। আমি মনে করি, এটা শ্রমিকদের অধিকার এবং এ দাবিটি যৌক্তিক।

গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের মালিক বা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে সকাল ৮ টা থেকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা খাঁ পাড়া রোডে অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার ১৫০০ শ্রমিক তাদের জুলাই মাসের বাকি বেতনের দাবিতে কারখানায় উৎপাদন কাজ বন্ধ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করছে।

এ ব্যাপারে সিজন্স ড্রেসেস লিমিটেড মালিক মোহাম্মদ বাহার ডেইলি স্টারকে বলেন, 'বছরের পর বছর শ্রমিকদের বেতন দিয়ে আসছি। এখন ১৫ দিনের বকেয়া হওয়ায় শ্রমিকরা বিক্ষোভ করছে। এটা খুবই দুঃখজনক। শুনেছি আজ সকালেও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। আমি কারখানায়  যাচ্ছি। আশা করি আজকে সমস্যা সমাধান হয়ে যাবে।'

Comments

The Daily Star  | English

Secretariat employees protest against govt service act

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

9m ago