চেন্নাই টেস্ট

প্রথম ইনিংসে সাকিবের কম বোলিংয়ের ব্যাখ্যা দিলেন শান্ত

Najmul Hossain Shanto

চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৫৩ ওভার পর প্রথম বল করতে আসেন সাকিব আল হাসান। ওই ইনিংসে তিনি বল করেন কেবল ৮ ওভার। কম বোলিংয়ের কারণ হিসেবে ধারাভাষ্যকার মুরালি কার্তিক সাকিবের আঙুলের চোটের তথ্য দিলেও পরে জানা যায় তা ভুল। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, কৌশলগত কারণেই সাকিবকে কম বোলিং করাতে দিয়েছেন তিনি।

চেন্নাই টেস্টে বাংলাদেশের ইতিহাসের সফলতম বোলার সাকিব ছিলেন  বিবর্ণ। বল হাতে ৮ ও ১৩ ওভার করে উইকেট পাননি। অথচ এই টেস্টের আগে কাউন্টিতে সারের হয়ে ৬৩.২ ওভার বল করে ৯ উইকেট নিয়েছিলেন।

টেস্টের তৃতীয় দিনে স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেয়ার সময় কার্তিক বলেন, 'সে আমাকে বলেছে তার বোলিং হাতের আঙুলে একটা অস্ত্রোপচার হয়েছে। জায়গাটা এখনো ফুলে আছে। সে বল ধরার অনুভূতি পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতি দরকার। তাছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে।'

এই তথ্য জন্ম দেয় বিতর্কের,  সাকিবকে খেলানো নিয়ে প্রশ্ন তুলেন তামিম ইকবালও।

সাকিবের আঙুলে অস্ত্রোপচার হয়েছে সত্যি, তবে সেটা অনেক আগে ২০১৮ সালে। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান নতুন করে আঙ্গুল নিয়ে কোন অভিযোগ জানাননি সাকিব, '২০১৮ এশিয়া কাপের সময় সে আঙুলে চোট পায়। পরে ভারতে বিশ্বকাপের সময় তর্জনি আঙুলেও চোট, মাসখানেক বিশ্রামে ছিলো। সে এখন তার আঙ্গুল নিয়ে কোন সমস্যা আমাদের জানায়নি।'

চেন্নাই টেস্টে চতুর্থ দিনে ব্যাট হাতেও ভালো করতে পারেননি সাকিব। আউট হন ২৫ রান করে। এরমধ্যে আঙুলে একবার বল লেগে আঘাতও পান, আঙুলে পেঁচাতে হয় টেপ। ২৮০ রানের বড় ব্যবধানে হারার পর সংবাদ সম্মেলনে সাকিবের চোট ও পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, 'আঙুলের টেপ পেঁচানোর ব্যাপারটা হচ্ছে উনার শেষ দিকে একটা বল লেগেছিল হাতে। যে কারণে টেপ পেঁচানো। আর আমি কোন ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে কথা বলা স্বাচ্ছন্দ্যবোধ করি না। পুরো দলের পারফরম্যান্স নিয়ে একটা দলের ফল হয়।'

প্রথম ইনিংসে ৯১.২ ওভারের মধ্যে সাকিবকে কেন মাত্র ৮ ওভার করানো হলো এই নিয়েও প্রশ্ন উঠে। শান্ত জানান দলের প্রয়োজন না হওয়াতেই তাকে আর আনা হয়নি আক্রমণে, 'আসলে প্রথম ইনিংসে উনাকে দরকার হয়নি।  দেখেছেন তিন পেসার কীভাবে ভালো বল করেছিল। মিরাজও ভাল বল করেছে। আমার পরিকল্পনা ছিলো পেসারদের লম্বা স্পেলে রাখা। আমরা ৬ উইকেট দ্রুত নিতে পেরেছিলাম।'

Comments

The Daily Star  | English

First phase of Ijtema ends with ‘Akheri Munajat’

The final prayer was conducted by Maulana Zubair, top spiritual leader of Shura-e-Nezami, Bangladesh

1h ago