বাংলাদেশের নির্বিষ বোলিং, ভারতের লিড ছাড়িয়ে গেল চারশো
আগের দিনের দুই অপরাজিত ব্যাটার শুবমান গিল ও রিশভ পান্ত তৃতীয় দিন সকালে নেমে দেখাচ্ছেন দাপট। তরতরিয়ে রান বাড়াচ্ছেন ভারতের। তাতের লিড ছাড়িয়ে গেছে চারশো। এই দুজনের ব্যাটের ঝাঁজে অনেকটা দিশেহারা দেখাচ্ছে বাংলাদেশ দলকে।
ভারতের ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ ১৪৯ রানে গুটিয়ে ফলোঅনে পড়লেও ভারত ফের ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ২২৭ রানের লিডটা বাড়িয়ে দ্বিতীয় দিনেই তিনশো ছাড়িয়ে যায় তারা। গিল-পান্ত জুটি দাঁড়িয়ে যাওয়ায় সেই লিড ক্রমশই বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২০৫। ৭ উইকেট হাতে রেখে ভারত এগিয়ে গেছে ৪৩২ রানে। গিল-পান্ত দুজনেই ফিফটি করে আরও বড় কিছুর দিকে ছুটছেন। চতুর্থ উইকেটে দুজনের জুটিতেও এসে গেছে শতরান। গিল অপরাজিত আছেন ৮৬ রানে, পান্ত খেলছেন ৮২ রানে।
৩ উইকেটে ৮১ রান নিয়ে নেমে সাবলীল গতিতে ছুটতে থাকে ভারতের ইনিংস। গিল দ্রুত স্পর্শ করে ফেলেন তার সপ্তম টেস্ট ফিফটি। মেহেদী হাসান মিরাজকে পর পর দুই ছক্কায় পঞ্চাশ ছাড়িয়ে বাড়তে থাকেন। পান্ত শুরুতে ছিলেন রয়েসয়ে, তিনিও মেলতে থাকেন ডানা। বল পুরনো ও নরম হয়ে যাওয়ায় এই সময় দিশেহারা দেখায় বাংলাদেশের বোলারদের।
পান্ত ফিফটি স্পর্শ করেন ৮৮ বলে। টেস্টে তার যেমন খেলার ধরণ, তার কিছুটা বিপরীত মেজাজ বহাল রেখে ছুটতে থাকেন তিনি। অনেকটা সতর্ক-পথে রান বাড়িয়ে ভারতকে শক্ত জায়গায় নিতে ভূমিকা রাখছেন কিপার ব্যাটার।
Comments