বাংলাদেশের ব্যাটারদের কড়া সমালোচনা গাভাস্কারের

Najmul Hossain Shanto
রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন শান্ত।

শেষ দিনে দুটি সেশন ব্যাট করতে পারলেই ম্যাচ বাঁচাতে পারত বাংলাদেশ। কিন্তু কানপুরের পঞ্চম দিনে উইকেট বিলিয়ে দিয়ে প্রথম সেশনেই ধসে যায় বাংলাদেশের ইনিংস। ভারত পরে ম্যাচ জিতে সহজে। নিজের দেশের দাপটে তৃপ্ত সুনিল গাভাস্কার। তবে বাংলাদেশকে নিয়ে পর্যালোচনায় নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং অ্যাপ্রোচের কড়া সমালোচনা করেছেন এই কিংবদন্তি।

কানপুরে আড়াই দিনের বেশি বৃষ্টির কারণে খেলা না হওয়ার পরও ম্যাচটা জিতে নিয়েছে ভারত। ভারতীয়দের আগ্রাসী, ফলদায়ক ব্যাটিংয়ের পাশাপাশি বাংলাদেশের নাজুক ব্যাটিংও ফলাফলে প্রভাব রেখেছে।

শেষ দিনে সকালে শুরুতে কিছুটা প্রতিরোধ দেখা গেলেও উইকেট বিলিয়ে দেয়া চলতে থাকে সফরকারীদের। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক রবীচন্দ্রন অশ্বিনের লেগ স্টাম্পের বাইরের দিকে যাওয়া বল সুইপ করে দেন লেগ স্লিপে ক্যাচ। রবীন্দ্র জাদেজার বলে আচমকা রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন অধিনায়ক শান্ত। থিতু থাকা সাদমান ইসলামকে দেখা যায় অফ স্টাম্পের বাইরের বলে ক্যাচ দিয়ে থামতে।

ভারতের একটি গণমাধ্যমে বাংলাদেশের ব্যাটারদের কাঠগড়ায় তুলেন গাভাস্কার, 'আমার মনে হয় এটা যে টেস্ট ম্যাচ তারা (বাংলাদেশের ব্যাটাররা) ভুলে গিয়েছিলো। দিনের অনেকটা সময় তখন বাকি। আমরা কিছু শট দেখলাম শান্তর- যখন সেটা বাউন্ডারি হবে আপনি বলবেন দারুণ শট। কিন্তু যখন কাজে দেবে না ভাবতে হবে কি করতে যাচ্ছে?'

'সাদমানের কথা বলব।  হাফ সেঞ্চুরির পর অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে ক্যাচ দিল। এরকম জিনিস তাদের কাজে লাগাতে হবে, সেঞ্চুরি করতে হবে।'

অবশ্য বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও দলের হারের পেছনে ব্যাটিং ব্যর্থতার দায়ই দেখছেন বেশি।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

3h ago