প্রতিশ্রুত এআই ফিচার ছাড়াই বাজারে আইফোন ১৬, কমেছে চাহিদা-অ্যাপলের শেয়ারের দাম

বেইজিংয়ের অ্যাপল স্টোরে আইফোন ১৬ প্রো। ছবি: রয়টার্স
বেইজিংয়ের অ্যাপল স্টোরে আইফোন ১৬ প্রো। ছবি: রয়টার্স

বাজারে এসেছে অ্যাপলের ফ্ল্যাগশিপ পণ্য আইফোনের নতুন মডেল—আইফোন ১৬।  বাজারে আসার আগে নতুন মডেল নিয়ে অ্যাপল ভক্তদের অনেক উচ্ছাস দেখা দিলেও, প্রত্যাশার তুলনায় ডিভাইসটির চাহিদা কম। এ কারণে গত সপ্তাহে অ্যাপলের শেয়ারের দাম কমেছে প্রায় তিন শতাংশ।

বিশ্লেষকদের দাবি, ফোনটিতে প্রতিশ্রুত এআই ফিচার এখনো যোগ না হওয়াতে  অ্যাপল ব্যবহারকারীরা এই ফোন কিনতে দেরি করছেন।

গত ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আইফোন ১৬ সিরিজের ফোনগুলো উন্মোচন করে অ্যাপল। ফোনটির মূল আকর্ষণ এর নতুন এআই সফটওয়্যার, যাকে 'অ্যাপল ইন্টেলিজেন্স' নাম দেওয়া হয়েছে।

কিন্তু এই এআই ফিচারের একটি বড় অংশ এখনো নতুন আইফোনে যোগ করা হয়নি।

অ্যাপলের দাবি, অক্টোবরে আইফোন ১৬'র মার্কিন ইউজাররা এই ফিচারের পূর্ণ সুবিধা পাওয়া শুরু করবেন। যথারীতি, সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ফিচারগুলো যোগ করা হবে ফোনে।

তবে বিশ্বের অন্যান্য অঞ্চলের ইউজারদের কাছে এসব নতুন ফিচার পৌঁছাতে আরও সময় লাগবে।

বেইজিংয়ের অ্যাপল স্টোরে আইফোন ১৬ কেনার জন্য মানুষের ভীড়। ছবি: রয়টার্স
বেইজিংয়ের অ্যাপল স্টোরে আইফোন ১৬ কেনার জন্য মানুষের ভীড়। ছবি: রয়টার্স

টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের তাইওয়ানভিত্তিক বিশ্লেষক মিং-চি কুয়ো বলেন, গত বছরের মডেলগুলোর তুলনায় আইফোন ১৬ প্রো ও প্রো ম্যাক্সের প্রি-অর্ডার বিক্রি কমেছে যথাক্রমে ২৭ ও ১৬ শতাংশ।

মূলত, বাজারে আসার পরও প্রতিশ্রুতি অনুযায়ী ফোনে অ্যাপল ইন্টেলিজেন্সের সব ফিচার না থাকায় এর চাহিদা কমেছে বলে মত দিয়েছেন কুয়ো।

ব্যাংক অব আমেরিকা (বিওএফএ) গ্লোবাল রিসার্চের তথ্য অনুযায়ী, আইফোন ১৬ প্রোর প্রতিশ্রুত ডেলিভারি সময় আইফোন ১৫ প্রোর চেয়ে অনেক কম।

বেইজিংয়ের অ্যাপল স্টোরে আইফোন ১৬ প্রো। ছবি: রয়টার্স
বেইজিংয়ের অ্যাপল স্টোরে আইফোন ১৬ প্রো। ছবি: রয়টার্স

গড়ে প্রি-অর্ডার করার ১৪ দিনের মাথায় আইফোন ১৬ প্রো হাতে পাচ্ছেন গ্রাহকরা। গত বছর আইফোন ১৫'র বেলায় এটি ছিল প্রায় ২৪ দিন। চাহিদা কমে যাওয়ায় ডেলিভারি সময়ও কমে গেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

ইংরেজি থেকে ভাবানুবাদ করেছেন কিরো আদনান আহমেদ 

Comments

The Daily Star  | English

Has IMF experiment delivered?

Two years after Bangladesh turned to the International Monetary Fund (IMF) for a $4.7 billion bailout to address its worsening macroeconomic pressures, the nation stands at a crossroads.

7h ago