১৪.৪ বিলিয়ন ডলার মামলায় হেরে গেল অ্যাপল
ঘটনাটি ২০১৬ সালের। সেসময় ইউরোপিয়ান কমিশন বিশ্বের শীর্ষ স্মাটফোন প্রতিষ্ঠান অ্যাপলকে বলেছিল আয়ারল্যান্ডকে কর বাবদ ১৪ দশমিক চার বিলিয়ন ডলার দিতে।
ইউরোপিয়ান কমিশনের সেই নির্দেশ গড়ায় আদালতে। লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের আদালত কোর্ট অব জাস্টিসে সেই মামলায় হেরে গেছে অ্যাপল।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিচারকরা এ মামলার চূড়ান্ত রায় দিয়েছেন। তারা ইউরোপিয়ান কমিশনের ২০১৬ সালের সিদ্ধান্তকেই তুলে ধরেছেন।
তারা আরও বলেন, আয়ারল্যান্ডে অ্যাপল অন্য প্রতিষ্ঠানগুলোর তুলনায় বেশি কর সুবিধা পেয়েছে।
অ্যাপলের ভাষ্য, তারা ৫৭৭ মিলিয়ন ডলার কর দিয়েছে। এটি আয়ারল্যান্ডের প্রতিষ্ঠানটির মুনাফার সাড়ে ১২ শতাংশ। এই রায় অনাকাঙ্খিত।
কম করের কারণে অনেক বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ইউরোপীয় সদরদপ্তর আয়ারল্যান্ডে রাখছে।
আজ যখন আইফোন-১৬ বাজারে আনার ঘোষণা দিলো তখন অ্যাপল পেল মামলায় হারের দুঃসংবাদ।
Comments