আওয়ামী লীগের মতো কাজ করলে আমাদেরও একই পরিণতি হবে: মির্জা ফখরুল

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অন্যায় করবেন না, নিজেদের জনপ্রিয় করে তুলুন।
ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার ঈদগাঁও মাঠে জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

নেতাকর্মীদের জনগণের কাছে জনপ্রিয় করে তোলার অনুরোধ জানিয়ে কারও প্রতি অন্যায়-অত্যাচার না করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঈদগাঁও মাঠে এক জনসভায় তিনি এ আহ্বান জানান।

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ 'আয়নাঘর' প্রতিষ্ঠা করেছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'ফ্যাসিবাদী হাসিনা সরকার প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে। অনেকে হাত-পা হারিয়েছে। অনেকের মাথার খুলি উড়িয়ে দেওয়া হয়েছে।'

'আজ আমরা মুক্ত বাতাসে বাস করছি। তবে মনে রাখবেন সে পর্যন্তই মুক্ত থাকবে, যতক্ষণ আমরা স্বাধীন রাখতে পারি,' বলেন তিনি।     

তিনি বলেন, 'আওয়ামী লীগের মতো কাজ করতে শুরু করলে আমরা কি টিকে থাকতে পারব? আমাদেরও একই পরিণতি হবে।'

তিনি বলেন, 'দেশে যে বিজয় অর্জিত হয়েছে তা নষ্ট হতে দেবেন না' দেশের ভালো করার, উন্নত করার যে সুযোগ আসছে তা হারাবেন না।'

'এলাকার মানুষের কাছে নিজেদের জনপ্রিয় করে তুলুন। কারও প্রতি অন্যায়-অত্যাচার করবেন না,' যোগ করেন তিনি।   

বিএনপি মহাসচিব বলেন, 'শেখ হাসিনার শাসনামলে গত প্রায় ১৬ বছরে আমরা অনেক কষ্ট করেছি। তারা (আওয়ামী লীগ) আমাদের ওপর নির্যাতন, নিপীড়ন করেছে। বিএনপি-জামায়াতের রাজনীতিতে জড়িত থাকার কারণে কারাগারে পাঠানো হয়েছে।'  

'সেই অবস্থার অবসান ঘটেছে এবং শেখ হাসিনা যিনি অত্যন্ত প্রতাপশালী হয়েছিলেন, তাকে ছাত্র-গণআন্দোলনে দেশ ছেড়ে পালাতে হয়েছে,' বলেন তিনি।    

মির্জা ফখরুল আরও বলেন, 'সেই প্রতাপশালী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে করুণ পরিস্থিতিতে পড়েছেন। যারা আমাদের নিপীড়ন করেছে, জমি ও ব্যবসা দখল করেছে, তারা এখন জেলে গেছে।'

ওবায়দুল কাদেরের নাম উল্লেখ করে ফখরুল বলেন, 'তিনি বিদ্রূপ করে বলতেন "আমরা তো পালাব না। যদি পালাতেই হয়, তবে দেশের বাইরে যাব না।" এখন তাকে বলতে চাই, আপনি আসেন, আমার বাসাতেই এসে ওঠেন।'

'বর্তমান সরকার বলছে, সাবেক সরকার অনেক বিষয়ে খুব খারাপ কাজ করেছে। তার মধ্যে একটি হলো ভোটের ব্যবস্থা। এটা ঠিক করা দরকার যাতে সবাই ভোট দিতে পারে এবং তাদের পছন্দমতো নিজস্ব প্রতিনিধি নির্বাচন করতে পারে। এজন্য আমাদের অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া উচিত,' যোগ করেন তিনি। 

বিএনপি মহাসচিব বলেন, সনাতন ধর্মের লোকেরা সংখ্যাগরিষ্ঠের আমানত (আমানত)। তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। সামনে পূজা, পূজায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।  

'ভারত প্রসঙ্গে ফখরুল বলেন, 'ভারত আপনাদের পাশেই। তারা খুব খারাপ কাজ করে এবং সীমান্তে গুলি করে মানুষ হত্যা করে। আমরা তাদের ভালো প্রতিবেশী হতে চাই। তবে আমাদের ওপর অন্যায়-অত্যাচার হলে আমরা এর প্রতিবাদ করব।'

সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, কোষাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম শরীফ, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।  

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

4h ago