বিভাজন এড়াতে প্রধান উপদেষ্টাকে জাতীয় ঐক্যের কথা বলেছি: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশের জনগণের মধ্যে বিভাজন এড়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, 'আমাদের বৈঠকের উদ্দেশ্য ছিল গত কয়েকদিনের পরিস্থিতি নিয়ে আলাপ করা। আইনশৃঙ্খলা পরিস্থিতি, কয়েকটি কলেজের সংঘর্ষের বিষয়সহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। আমরা আশা করছি প্রধান উপদেষ্টা তার পরিষদের সদস্যদের নিয়ে এসব সমস্যা সমাধান করবেন।'

বিএনপি মহাসচিব বলেন, 'দেশে যেন বিভাজন সৃষ্টি না হয়, এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। আমাদের সামনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে, বিশেষ করে দেশের স্থিতিশীলতা যারা নষ্ট করতে চায়, তাদের প্রতিহত করার জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই কথাগুলো প্রধান উপদেষ্টাকে বলে এসেছি।'

'সেইসঙ্গে জনগণের দুর্ভোগ, দ্রব্যমূল্য নিয়ে আলাপ করেছি। আমরা বলেছি যেন শিল্প উৎপাদন স্বাভাবিকভাবে চলতে পারে সেই পরিস্থিতি তৈরি করা। আমরা ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার কথাও বলেছি,' যোগ করেন মির্জা ফখরুল।

'আমরা আহ্বান জানিয়েছি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা হোক। আমরা বলেছি, প্রয়োজনীয় সংস্কার করে, নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথা বলে এসেছি,' বলেন তিনি।

আজ বুধবার সন্ধ্যা ৬টায় মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল  প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান।

মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহম্মেদ।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago