আবারও ট্রাম্পকে হত্যাচেষ্টা, সন্দেহভাজন গ্রেপ্তার
রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যাচেষ্টা করা হয়েছে।
আজ সোমবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গলফ খেলার সময় ট্রাম্পের ওপর এই হত্যাচেষ্টা করা হয়। সিক্রেট সার্ভিস সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
সিক্রেট সার্ভিস এজেন্টরা গলফ কোর্সের কাছে একটি ঝোপের মধ্যে বন্দুকধারী একজনকে দেখতে পেয়ে গুলি চালায়। ট্রাম্প যেখানে খেলছিলেন সেখান থেকে ওই বন্দুকধারী মাত্র কয়েকশ গজ দূরে ছিলেন।
সন্দেহভাজন ওই ব্যক্তি ঘটনাস্থলে একটি একে-৪৭ স্টাইলের অ্যাসল্ট রাইফেল, দুটি ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ফেলেই একটি কালো রংয়ের নিশান গাড়িতে করে পালিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএনএন, ফক্স নিউজ ও নিউইয়র্ক টাইমস সন্দেহভাজন ওই ব্যক্তিকে রায়ান ওয়েসলি রাউথ (৫৮) বলে চিহ্নিত করেছে। নাম প্রকাশ না করা আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, রাউথ হাওয়াইয়ের বাসিন্দা।
এ ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, 'আমার জন্য উদ্বিগ্ন ও শুভকামনা জানানো সবাইকে ধন্যবাদ। এটি অবশ্যই একটি আকর্ষণীয় দিন ছিল!'
সেইসঙ্গে তাকে সুরক্ষিত রাখার জন্য সিক্রেট সার্ভিস ও পুলিশকেও ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।
মাত্র দুই মাস আগেও পেনসিলভেনিয়ায় একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। সে যাত্রায় গুলি ট্রাম্পের ডান কানে সামান্য আঘাত করে।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের কমলা হ্যারিস, যিনি বর্তমানে দেশটির ভাইস প্রেসিডেন্ট।
Comments