কমলার সঙ্গে আর কোনো টিভি বিতর্কে রাজি নন ট্রাম্প

ডিবেটে মুখোমুখি হন কমলা-ট্রাম্প। ছবি: ডয়চে ভেলে
ডিবেটে মুখোমুখি হন কমলা-ট্রাম্প। ছবি: ডয়চে ভেলে

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। দুই দিন আগেই ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবিসি টিভি চ্যানেলের প্রেসিডেন্সিয়াল ডিবেটে যোগ দিয়েছিলেন। কিছু সমীক্ষা বলছে, টিভি বিতর্কে কমলা জিতেছেন, কিন্তু ট্রাম্পের দাবি, তিনিই জয়ী, তাই আর কোনো বিতর্কে অংশ নিতে তিনি রাজি নন।

দুই প্রার্থীর বিতর্ক সরাসরি দেখেছেন ছয় কোটি ৭০ লাখ মানুষ।

বিতর্কের পর দুজনেই তাদের প্রচারে ফিরে গেছেন। বিশেষ করে যে সব রাজ্যে প্রবল লড়াই হতে পারে, সেখানে দুজনই প্রচারে জোর দিয়েছেন।

যা বললেন ট্রাম্প

সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প দাবি করেছেন, কমলার সঙ্গে টিভি বিতর্কে তিনিই জিতেছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি বলেছেন, 'তৃতীয় কোনো বিতর্ক হবে না।'

ট্রাম্প প্রথমে বাইডেনের সঙ্গে টিভি বিতর্কে অংশ নেন। তখন বাইডেনই প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী ছিলেন। সেই বিতর্কে বাইডেনের পারফরমেন্স শোচনীয় ছিল বলে বিশেষজ্ঞরা মনে করেন এবং যার জেরে তিনি নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান। তারপর এখন ডেমোক্র্যাট প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। তার সঙ্গে একবারই মুখোমুখি বিতর্কে নেমেছেন ট্রাম্প।

ট্রাম্প দাবি করেছেন, 'সমীক্ষার ফলাফল অনুযায়ী, কমরেড কমলা হ্যারিসের বিরুদ্ধে আমিই বিতর্কে জিতেছি।'

অবশ্য বেশ কিছু সমীক্ষার মত হলো, বিতর্কে কমলাই জয়ী হয়েছেন। ট্রাম্প বলেছেন, 'ভাইস প্রেসিডেন্ট বরং তার কাজে মনোযোগ দিক।'

ট্রাম্প প্রেসিডেন্ট
টাকসন অ্যারিজোনায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প। ছবি: রয়টার্স

এবারের ডিবেটের পরই ডেমোক্র্যাটরা ট্রাম্পকে আরেকটি ডিবেটে অংশ নেওয়ার জন্য চ্যালেঞ্জ জানান।

জবাবে ট্রাম্প বলেছেন, 'লড়াইয়ে হেরে যাওয়ার পর প্রথম যে কথাটা পরাজিত মানুষ বলে, তা হলো, আমি আবার লড়তে চাই।'

ট্রাম্প এখন অ্যারিজোনায় প্রচারণায় ব্যস্ত আছেন। এই রাজ্যে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তবে দুই প্রার্থীই এখান থেকে জয়ের আশা করছেন।

সেখানে একটি জনসভায় ট্রাম্প বলেছেন, যদি নভেম্বর মাসের নির্বাচনে তিনি জিততে পারেন, তাহলে কর ছাঁটাই করবেন। সেক্ষেত্রে ওভারটাইমের উপর কর তুলে নেয়া হবে।

এর আগে তিনি বলেছিলেন, টিপসের উপর কোনো কর বসানো হবে না। সেই প্রতিশ্রুতি এত জনপ্রিয় হয় যে, কমলাও একই প্রতিশ্রুতি দিয়েছেন।

আরেক দফা বিতর্ক চান কমলা 

নর্থ ক্যারোলাইনার গ্রিনসবরোতে প্রচারণা চালাচ্ছেন কমলা। ছবি: রয়টার্স
নর্থ ক্যারোলাইনার গ্রিনসবরোতে প্রচারণা চালাচ্ছেন কমলা। ছবি: রয়টার্স

নর্থ ক্যারোলাইনায় এক জনসভায় কমলা বলেছেন, 'দুই রাত আগে আমি ও ট্রাম্প প্রথম বিতর্কে অংশ নিয়েছিলাম। আমি মনে করি, ভোটদাতাদের জন্য আরেকটি বিতর্কে যোগ দিতে আমরা দায়বদ্ধ।'

নর্থ ক্যারোলাইনা একটি দোদুল্যমান স্টেট, যেখানে দুই প্রার্থীই জয়ের আশা করছেন।

রয়টার্স/আইপিএসওএস সমীক্ষা অনুসারে ৫৩ শতাংশ মানুষ বলেছেন, তারা মনে করেন বিতর্কে হ্যারিস জিতেছেন, ২৪ শতাংশ মনে করেন ট্রাম্প জিতেছেন।

এপি, এএফপি, রয়টার্স

Comments

The Daily Star  | English

RMG export to USA grows 14% in FY25

Bangladesh shipped $7.54 billion worth of apparel to the US in the last fiscal year

33m ago