বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু

গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তৃতীয় ইউনিটটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র। স্টার ফাইল ফটো

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

কারিগরি ত্রুটির কারণে ছয় দিন বন্ধ থাকার পর আজ রোববার বিকেলে ইউনিটটিতে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক ডেইলি স্টারকে বলেন, 'রোববার দুপুর ২টার দিকে তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে।'

এর আগে, গত বৃহস্পতিবার বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট চালু হয় এবং প্রায় ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করেছে। 
প্রধান প্রকৌশলী জানান, বর্তমানে দুটি চালু ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ২৮৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তৃতীয় ইউনিটটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পরিচালিত বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। চীনা প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত তৃতীয় ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। অপর দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট। তবে দীর্ঘদিন ধরে দ্বিতীয় ইউনিটটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বন্ধ রয়েছে।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

1h ago