১২ বছর আগের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা

আবুল হাসান মাহমুদ আলী। ছবি: সংগৃহীত

২০১২ সালের ডিসেম্বরে দিনাজপুরের চিরিরবন্দরে এক শিবির সদস্য নিহতের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

মামলায় তিনি ছাড়াও আরও ৩৮ জনের নাম উল্লেখ করে এবং ৩০০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নিহতের বড় ভাই নাজমুজ শাহাদাত বিপ্লব বাদী হয়ে গতকাল শনিবার চিরিরবন্দর থানায় এ মামলা করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করছেন। 

নিহত মোজাহিদুল ইসলাম দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি বেশার পণ্ডিতপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশে হরতাল কর্মসূচি দেয়। আগের সন্ধ্যায় হরতালের সমর্থনে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। 

মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেয় ও লাঠিসোটা, ইটপাটকেল, দেশীয় আগ্নেয়াস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। হামলায় শিবিরকর্মী মোজাহিদুল ইসলাম আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় সে সময় রংপুর কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।  

নিহতের বড়ভাই নাজমুজ শাহাদাত বিপ্লব জানান, আসামিদের হুমকি-ধামকির কারণে এতদিন তারা মামলা করতে পারেননি।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে আছেন-সাবেক অর্থমন্ত্রীর ভাই শামীম হাসান, খানসামা উপজেলার সাবেক চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী, চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক।

Comments

The Daily Star  | English

World leaders split as ICC issues arrest warrant for Netanyahu

The court also issued warrants for Israel's former defence minister as well as Hamas's military chief Mohammed Deif

51m ago