মিরপুরে সন্দেহভাজন ২ নাশকতাকারী গ্রেপ্তার

জব্দকৃত বোমা তৈরি সরঞ্জাম। ছবি: সংগৃহীত

মিরপুরের শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই নাশকতাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) শাখা।

আজ বৃহস্পতিবার রাতে সিটিটিসি প্রধান মাসুদ করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-রেজওয়ানুল ইসলাম ও তার সহযোগী মো. মাহমুদুল ইসলাম।

তারা দুই ভাই বলে জানিয়েছে পুলিশ। তবে তারা কোনো জঙ্গি সংগঠনের সদস্য কিনা, তা জানায়নি পুলিশ। 

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুরের একটি বহুতল ভবনে অভিযান চালানো হয়।  

এসময় বিপুল পরিমাণ বোমা তৈরি সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

তাদের কাছ থেকে দুই বোতল গ্যাস ক্যান, অটোসুইচ, মরিচ বাতি, ২টি রাম দা, বারুদ, দিয়াশলাই, ক্যাপাসিটর, রিমোট কন্ট্রোল চাবি, ঘড়ি, জিআই পাইপ, সকেট, সুইচ, ওজন মাপার মেশিন, বল বিয়ারিং, তারকাটা, বৈদ্যুতিক তার, স্কচটেপ, চিমটাসহ অন্যান্য উপকরণ জব্দ করা হয়।

Comments

The Daily Star  | English

Workers' protest causes long tailback at Gazipur

Following the strike, heavy traffic congestion was seen on the Dhaka-Mymensingh, Dhaka-Kishoreganj, Dhaka-Tangail, and Dhaka-Sylhet highways

35m ago