সারাদেশে জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ

সারাদেশে একই সময়ে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সংগীত নিয়ে 'ষড়যন্ত্র' রুখে দিতে আজ শুক্রবার সকাল ১০টায় দেশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করে সংগঠনটি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদীচী জানায়, ছাত্র-জনতার গণআন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সংগীত নিয়ে নানা ষড়যন্ত্র দেখা যাচ্ছে।

এ চক্রান্তের প্রতিবাদে উদীচীর কেন্দ্রীয় সংসদের আয়োজন সব জেলা ও শাখা সংসদের শিল্পী-কর্মীসহ সাধারণ মানুষ একসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেছেন এবং জাতীয় সংগীত গেয়েছেন।

Comments