বাংলাদেশের কাছে হারে বিব্রতবোধ করছেন ওয়াসিম

ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে পাকিস্তানের হোয়াইটওয়াশ হওয়া মানতে পারছেন না ওয়াসিম আকরাম। কিংবদন্তি পেসার হতাশা প্রকাশ করে বলেছেন, তিনি খুব বিব্রত।
ছবি: এএফপি

ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে পাকিস্তানের হোয়াইটওয়াশ হওয়া মানতে পারছেন না ওয়াসিম আকরাম। কিংবদন্তি পেসার হতাশা প্রকাশ করে বলেছেন, তিনি খুব বিব্রত। পাকিস্তানের ক্রিকেটের বর্তমান মান নিয়েও প্রশ্ন তুলেছেন বাঁহাতি পেসার।

রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের সিরিজে দুটিতেই বাংলাদেশের কাছে ধরাশায়ী হয় পাকিস্তান। ইতিহাস গড়ে প্রথমবার পাকিস্তানকে টেস্টে হারানোর আনন্দে ভাসে বাংলাদেশ।

দুই টেস্টেই ব্যাটিং, বোলিং মিলিয়ে পাকিস্তানের থেকে বাংলাদেশ দেখিয়েছে উন্নত মান। ম্যাচের ফলেও প্রভাব পড়েছে। এই সিরিজ হার নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে পাকিস্তান দলের। সেই সমালোচনার মিছিলে এবার যুক্ত হলেন ওয়াসিম। এএফপিকে ইতিহাসের অন্যতম সেরা পেসার বলেন, 'আমাদের ক্রিকেটের জন্য এটা বিশাল ধাক্কা, আমাদের ক্রিকেট ক্রান্তিকালে আছে।'

ওয়াসিম জানান বাংলাদেশের কাছে পাকিস্তানের এমন হারে তিনি বিব্রতবোধ করছেন,  'সাবেক একজন খেলোয়াড়, অধিনায়ক এবং ক্রিকেট প্রেমি হিসেবে ভালো অবস্থা থেকে তাদের এমন হারে আমি বিব্রতবোধ করছি। আমি একদম এটা নিতে পারছি না।'

সাম্প্রতিক সময়ে ঘরের মাঠেও পারফরম্যান্স ভালো নয় পাকিস্তানের। নিজেদের চেনা আঙিনায় গত পাঁচ সিরিজ ধরেই হতাশাজনক পারফরম্যান্স তাদের। এতে দেশটির ক্রিকেটের পড়তি মান বেরিয়ে এসেছে বলে মত ওয়াসিমের,  'আমরা নিয়মিত ঘরের মাঠে হারছি এটা বলে আমাদের ক্রিকেটের মান কোথায়।'

Comments

The Daily Star  | English

Yunus to leave for NY on Sept 24

Chief Adviser Prof Muhammad Yunus is set to leave Dhaka for New York to attend the 79th United Nations General Assembly (UNGA) on September 24.

37m ago