ডিম, পেঁয়াজ ও আলুর শুল্ক কমানোর আহ্বান ট্যারিফ কমিশনের
আমদানির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়িয়ে দাম কমাতে পেঁয়াজ, আলু ও ডিমের ওপর শুল্ক কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।
বিটিটিসি জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পেঁয়াজের আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার এবং ডিম ও আলুর শুল্ক ৩৩ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার সুপারিশ করেছে।
বিটিটিসি গত সপ্তাহে এনবিআরকে একটি চিঠি পাঠিয়েছে এবং উল্লেখ করেছে যে নির্দিষ্ট সময়ের জন্য এই পণ্যগুলোর শুল্ক কমালে আমদানিতে উৎসাহ বাড়বে, যা মূল্যস্ফীতি কমাতে সহায়তা করবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত কমিশন উল্লেখ করেছে, দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যা ১১টি জেলায় পোল্ট্রি চাষে মারাত্মক প্রভাব ফেলেছে। যার ফলে ডিমের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।
এছাড়া আলুর উৎপাদন কমেছে ১২ লাখ টন, ফলে বাজারে আলুর দাম বেড়েছে। এদিকে পেঁয়াজের দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এই পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দামে স্থিতিশীলতা আনতে আমদানি শুল্ক কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে বিটিটিসি।
Comments