রংপুরে শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক হত্যা মামলা

শেখ হাসিনা। ফাইল ছবি

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে অটোরিকশাচালক মানিক মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীসহ শেখ হাসিনাসহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বাধ্যতামূলক অবসর) মো. মনিরুজ্জামানকেও আসামি করা হয়েছে।

নিহতের মা নুরজাহান বেগম গতকাল সোমবার দুপুরে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজু আহমেদ বাবুর আদালতে এই মামলা করেন।

বিকেলে আদালত মামলাটি গ্রহণ করেন এবং এ ঘটনায় পুলিশের করা আগের মামলা প্রত্যাহারের দিন থেকে মামলাটি এজাহার হিসেবে নিয়ে কার্যক্রম শুরুর আদেশ দেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আলাউদ্দিন জানান, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায় পুলিশ ও আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনরত ছাত্র-জনতার ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। 

সেদিন পুলিশসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন অটোরিকশাচালক মানিক মিয়া। ঘটনাটি আড়াল করতে এবং দায় ছাত্র-জনতার ওপর চাপিয়ে দিতে পুলিশ একটি মামলা করে।

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে যে মামলা হয়েছে, তা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার ও নিষ্পত্তির প্রজ্ঞাপন জারি করে।

এই আইনজীবী আরও জানান, নিয়ম অনুযায়ী ৩১ আগস্ট পুলিশের করা ওই মামলাটি প্রত্যাহার হয়ে গেলে ১ সেপ্টেম্বর থেকে বাদী নুরজাহান বেগমের মামলার কার্যক্রম শুরু হবে।

 

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

5h ago