থাইল্যান্ডের ইতিহাসে তরুণতম প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

দেশে ফিরে আসার পর ডন মিউং বিমানবন্দরে থাকসিন ও তার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা। ফাইল ছবি: এএফপি
দেশে ফিরে আসার পর ডন মিউং বিমানবন্দরে থাকসিন ও তার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা। ফাইল ছবি: এএফপি

থাইল্যান্ডের আইনপ্রণেতারা ধনকুবের ও সাবেক দেশপ্রধান থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্নকে (৩৭) তাদের দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি।

পেতংতার্নের নিয়োগের মাধ্যমে থাইল্যান্ডের বিতর্কিত ও প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় সদস্য দেশের শাসনভার পেলেন। 

সাংবিধানিক রাজতন্ত্র অনুসরণ করে থাইল্যান্ড।

পেতংতার্ন দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে তার ফুফুও দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত আগের প্রধানমন্ত্রী শ্রেত্থা থাভিসিনকে বরখাস্ত করার পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে বাধ্য হয়য় দেশটির পার্লামেন্ট।

শ্রেত্থার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার মন্ত্রিসভায় এমন একজনকে স্থান দিয়েছিলেন, যিনি এর আগে ফৌজদারি অপরাধে ছয় মাস কারাদণ্ড ভোগ করেছেন।

দীর্ঘ সময় ধরে থাইল্যান্ডে সামরিক বাহিনী, রাজতন্ত্রের প্রতি অনুগত রাজনৈতিক দল ও থাকসিনের সমর্থক এবং সংস্কারবাদী দলগুলোর মধ্যে টানাপড়েন চলছে।

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। ফাইল ছবি: এএফপি
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। ফাইল ছবি: এএফপি

বৃহস্পতিবার থাকসিনের দল ফেউ থাই পার্টি পেতংতার্নকে প্রার্থী হিসেবে বেছে নেয়। জোটের অন্য ১০ দলের কেউ কোনো প্রার্থী দেয়নি।

পার্লামেন্টে তৃতীয় বৃহত্তম দল ভুমজাইথাই জানায় তারা শুক্রবারের সংসদীয় ভোটে ফেউ থাই পার্টির প্রার্থীকেই সমর্থন জানাবে।

২০২২ সালে রাজনীতিতে প্রবেশের আগে পেতংতার্ন তার পরিবারের হোটেল ব্যবসা দেখভাল করতেন। গত বছরের সাধারণ নির্বাচনে দলীয় কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

সে নির্বাচনে প্রগতিশীল মুভ ফরোয়ার্ড পার্টি (এমএফপি) সবচেয়ে বেশি আসন পেয়ে জয়লাভ করে। তারা অঙ্গীকার করে, দেশে রাজতন্ত্রের প্রভাব কমাবে এবং দীর্ঘসময় ধরে চলতে থাকা একচেটিয়া ব্যবসা ও শিল্পখাতগুলোকে প্রতিযোগিতামূলক করে তুলবে।

তবে সিনেটররা এমএফপিকে সরকার গঠন করতে দেয়নি।

পরবর্তীতে ফেউ থাই পার্টি অন্যান্য দলকে সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করে।

গত সপ্তাহে আদালতের আদেশে এমএফপি পার্টি ভেঙে দেওয়া হয়। দলের স্থায়ী কমিটির সদস্যদের ১০ বছর রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়।

নির্বাচনী প্রচারণায় নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ও সাবেক প্রধানমন্ত্রী শ্রেত্থা থাভিসিন। ফাইল ছবি: এএফপি
নির্বাচনী প্রচারণায় নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ও সাবেক প্রধানমন্ত্রী শ্রেত্থা থাভিসিন। ফাইল ছবি: এএফপি

তবে দলের অন্যান্য সদস্যরা পিপলস পার্টি নামে নতুন দল গঠন করেন।

বিতর্কিত প্রধানমন্ত্রী থাকসিন দীর্ঘদিন স্বেচ্ছা নির্বাসনে দেশের বাইরে থাকলেও গত বছর ফিরে আসেন।

পেতংতার্ন থাইদের কাছে 'উং ইং' নামে পরিচিত। তিনি থাকসিনের সবচেয়ে ছোট সন্তান।

তিনি ব্যাংককে বেড়ে ওঠেন। যুক্তরাজ্যে হোটেল ব্যবস্থাপনায় পড়াশোনা করেছেন। এক বাণিজ্যিক ফ্লাইটের পাইলটকে বিয়ে করেন তিনি। দম্পতির দুইটি সন্তান রয়েছে।

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

4h ago