ফোনালাপ ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী বরখাস্ত

এক ফোনালাপ ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত।
আজ মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনের সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর পেতংতার্নের পদত্যাগের দাবি তীব্র আকার ধারণ করে। পেওংটার্ন ওই ফোনালাপে হুন সেনকে 'চাচা' সম্বোধন করেছেন এবং একজন থাই সামরিক কর্মকর্তার সমালোচনা করেছেন। এ নিয়ে দেশটির জনসাধারণের মনে ক্ষোভ জন্ম নেয়।
পেতংতার্নের পর আপাতত দেশটির উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তবে, নিজের বিরুদ্ধে আসা রায়ে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় পাবেন পেতংতার্ন।
থাইল্যান্ডের ক্ষমতাধর রাজনৈতিক পরিবার সিনাওয়াত্রা বংশের রাজনীতিবিদ পেতংতার্ন। তার বাবা থাকসিন সিনাওয়াত্রা ও ফুফু ইংলাক সিনাওয়াত্রাও ছিলেন দেশটির প্রধানমন্ত্রী।
৩৮ বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রা থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ এবং তার ফুফু ইংলাকের পর দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।
Comments