লুট হওয়া ৩০৯ অস্ত্র উদ্ধার: পুলিশ সদরদপ্তর

গত ৫ আগস্ট ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে থানায় অগ্নিসংযোগের পর সেখানকার একটি অস্ত্র হাতে যুবদলের এক নেতার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় বিভিন্ন থানা ও অফিস থেকে লুট হওয়া বিভিন্ন ধরনের ৩০৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

এর পাশাপাশি ৬ হাজার ২৫৮ রাউন্ড গুলি, ৩১৮টি টিয়ারগ্যাস শেল, দুটি টিয়ারগ্যাস গ্রেনেড এবং ৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে বহু শিক্ষার্থী নিহত হলে বিক্ষুব্ধ জনতা দেশের অনেক থানা ও ফাঁড়িতে হামলা চালায় এবং লুটপাট করে।

আন্দোলনে ৪২ পুলিশ সদস্যসহ পাঁচ শতাধিক মানুষ নিহত হন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান।

Comments

The Daily Star  | English

NCP to announce 'July manifesto' on Aug 3: Nahid

Central NCP leaders held a rally in Bogura today as part of their month-long "July March to Build the Nation" rally

42m ago