চাটখিল থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট উদ্ধার
নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া ৬১২টি বুলেট উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার বিকেলে চাটখিল পৌরসভার দশানী টগবা ব্রিজ সংলগ্ন খাল থেকে এগুলো উদ্ধার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশানী টগবা রণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। ব্রিজের নিচে খাল থেকে ৬১২টি চায়না রাইফেলের বুলেট, একটি ম্যাগাজিন ও একটি ওয়াকিটকির ব্যাটারি ও একটি গুলি রাখার বাক্স পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন বিকেলে চাটখিল থানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সেসময় থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়।
এখন পর্যন্ত লুট হওয়া একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুলাহ আল ফারুক বলেন, 'উদ্ধার হওয়া বুলেটগুলো থানা থেকে লুট হওয়া সরকারিগুলো কিনা, তা নম্বর মিলিয়ে দেখা হবে।'
Comments